Advertisement

অর্থনীতি

Flower Price Hike: নাগাড়ে বৃষ্টি, জমা জলে চাষের ব্যাপক ক্ষতি; জোগানের অভাবে অগ্নিমূল্য ফুল!

Aajtak Bangla
  • 22 Sep 2021,
  • Updated 3:23 PM IST
  • 1/6

কয়েকদিনের টানা বৃষ্টিতে ভরাডুবি রাজ্যের একাধিক জেলা। সপ্তাহ খানেক ধরে জমা জলে থমকে রয়েছে স্বাভাবিক জীবন। আর এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের ফুল চাষিদের।

  • 2/6

গাছের গোড়ায় জল জমে ক্ষতি হয়েছে প্রচুর। জমা জলের জেরে পচে গিয়েছে গাছ, নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ফুল! এ বারের ক্ষতির বহরে মাথায় হাত রাজ্যের ফুল চাষি ও বিক্রেতাদের।

  • 3/6

ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন শহরতলিতে জোগানের অভাবে ফুলের দাম বাড়তে শুরু করেছে। বিক্রেতাদের আশঙ্কা, এ বারে ফুলের জোগানে ব্যাপক টানের জেরে দুর্গাপুজোর সময় অগ্নিমূল্য হতে পারে ফুল!

  • 4/6

বিগত বেশ কয়েকদিনেন টানা বৃষ্টিতে দোপাটি, গাঁদা, পদ্ম, বেলফুলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়া, দুই ২৪ পরগনা, মেদিনীপুরের অনেক জায়গায় ফুল চাষের মারাত্মক ক্ষতি হয়েছে।

  • 5/6

হাওড়ায় বাগনান-১ এবং বাগনান-২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফুলের চাষ হয়। মরশুমি ফুলের পাশাপাশি এখানে সারা বছরের বিভিন্ন রকম ফুলের চাষ হয়। বৃষ্টির জলে ডুবে এ বার অনেক গাছ আর ফুল ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে।

  • 6/6

রাজ্যের ফুল চাষিদের আশঙ্কা, এই বিপুল ক্ষতি পূরণ না হলে আসন্ন শীতের মরশুমি ফুলের চাষ করা সমস্যা হবে। ফলে ফুলের জোগানের টান থেকেই যাবে। সে ক্ষেত্রে দাম কমার সম্ভাবনাও কম!

Advertisement
Advertisement