Advertisement

অর্থনীতি

GST Collection July: জুলাই মাসে GST সংগ্রহ বাড়ল ২৮%; কোষাগারে জমা পড়ল ১.৪৯ লক্ষ কোটি টাকা!

Aajtak Bangla
  • 01 Aug 2022,
  • Updated 1:19 PM IST
  • 1/8

টানা পঞ্চম মাসে জিএসটি (GST) সংগ্রহ ১.৪ লক্ষ কোটি ছাড়িয়েছে। জুলাই মাসে, পণ্য ও পরিষেবা করের সাহায্যে, মোট ১.৪৯ লক্ষ কোটি টাকা রাজকোষে এসেছে।

  • 2/8

জুন মাসে জিএসটি সংগ্রহ ছিল ১.৪৪ লক্ষ কোটি, মে মাসে ১.৪০ লক্ষ কোটি, এপ্রিলে ১.৬৭ লক্ষ কোটি এবং মার্চ মাসে ১.৪২ লক্ষ কোটি টাকা। বার্ষিক ভিত্তিতে, জুলাই মাসে জিএসটি সংগ্রহে ২৮ শতাংশের বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

  • 3/8

২০২১ সালের জুলাই মাসে জিএসটি সংগ্রহ ছিল ১১৬৩৯৩ কোটি টাকা। এছাড়া এক মাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ কর আদায়ের পরিসংখ্যান। জুলাই মাসে মোট GST সংগ্রহে কেন্দ্রীয় GST-এর অবদান ছিল ২৫৭৫১ কোটি টাকা৷

  • 4/8

রাজ্য GST-এর অবদান ছিল ৩২৮০৭ কোটি টাকা এবং Intra GST-এর অবদান ছিল ৭৯৫১৮ কোটি টাকা৷ উপকরের সাহায্যে সরকারি কোষাগারে মোট ১০৯২০ কোটি টাকা এসেছে।

  • 5/8

৭৯,৫১৮ কোটি টাকার IGST-এ আমদানির ফলে ৪১৪২০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা পড়েছে। সেই সঙ্গে ১০,৯২০ কোটি টাকার ৯৯৫ কোটি সেস আমদানির সাহায্যে এসেছে।

  • 6/8

গত পাঁচ মাসে জিএসটি সংগ্রহের অঙ্ক ১.৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিনিয়ত বাড়ছে সরকারের কর আদায়। গত মাসে সরকার আমদানি কমাতে বেশ কিছু শুল্ক আরোপ করেছে, যার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর বাইরে অর্থনীতিতেও উন্নতির ফল দেখা যাচ্ছে।

  • 7/8

সম্প্রতি, জিএসটি কাউন্সিল এই ধরনের অনেক পণ্য এবং পরিষেবার উপর পণ্য ও পরিষেবা কর প্রয়োগ করেছে, যেখানে এখন পর্যন্ত কোনও কর ধার্য করা হয়নি।

  • 8/8

হোটেল রুমে ১০০০ টাকার কম হলেও GST দিতে হবে। এছাড়াও, হাসপাতালের ঘরের ভাড়া ৫০০০ টাকার বেশি হলেও ৫% জিএসটি ধার্য করা হবে। প্যাকেটজাত খাবারের ওপরও ৫ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।

Advertisement
Advertisement