Advertisement

অর্থনীতি

Multibagger Stock Kaiser Corporation Limited : ৩৫ পয়সা হয়েছে ৬৩ টাকা! এই স্টক মালামাল করে দিয়েছে, টাকা ঢালবেন?

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 26 May 2022,
  • Updated 9:57 PM IST
  • 1/10

Multibagger Stock Kaiser Corporation Limited: গত এক বছরে একটি ৩৫ পয়সার শেয়ার বেড়ে ৬৩ টাকারও বেশি হয়েছে। এই শেয়ারে অর্থ বিনিয়োগকারী বিনিয়োগকারীরা ধনী হয়েছেন। শুধু তাই নয়, গত ৬ মাসেই এই পেনি স্টক অসাধারণ রিটার্ন দিয়েছে।

  • 2/10

ফাটাফাটি রিটার্ন দেওয়ার এই শেয়ারের নাম কায়সার কর্পোরেশন লিমিটেড। গত এক বছরে এই স্টকটি ১৭,৫৫২% রিটার্ন দিয়েছে। যা কেউ আশা করতে পারে না।

  • 3/10

এক বছরে প্রত্যাশিত রিটার্নের চেয়ে বেশি
কায়সার কর্পোরেশন লিমিটেডের শেয়ার ৬ মাসে তাদের বিনিয়োগকারীদের ৬১৯২% রিটার্ন দিয়েছে। 
 

  • 4/10

মাত্র ৬ মাস আগে, BSE তে এই স্টকের দাম ছিল ৯৫  পয়সা। যা এখন বেড়ে হয়েছে ৬৩ টাকা। বৃহস্পতিবারও এই কোম্পানির শেয়ার ৫% বেড়ে ৬০.৫৫ টাকায় বন্ধ হয়েছে।

  • 5/10

তবে গত এক মাসে কায়সার করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম ব্যাপকভাবে কমেছে। গত এক মাসে স্টকটি ৪৬% হারিয়েছে। 

আরও পড়ুন: বাগানে মেহগনি লাগিয়ে কয়েক বছরে হয়ে যান কোটিপতি, জানুন কীভাবে

আরও পড়ুন: প্রথম মহাকাশযাত্রায় নিরাপদ Jeff Bezos? অটোমেটিক লঞ্চে প্রশ্ন!

আরও পড়ুন: Google Maps-এর এই ফিচার ধরিয়ে দিল ইটালির মাফিয়াকে, বিশ সাল বাদ

  • 6/10

আমরা যদি রিটার্নের দিকে তাকাই, যদি কোনও বিনিয়োগকারী ৬ মাস আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তবে আজ এই পরিমাণটি ৬৩ লক্ষ টাকার বেশি হয়ে যেত।

  • 7/10

পেনি স্টক বিনিয়োগের উচ্চ ঝুঁকি
অন্যদিকে, একজন বিনিয়োগকারী যদি ঠিক এক বছর আগে এই স্টকে মাত্র ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই বিনিয়োগ এখন বেড়ে ১.৮৫ কোটি টাকা হয়ে যেত।

  • 8/10

অন্যদিকে, আপনি যদি এই বছরের জানুয়ারিতে এই কোম্পানিতে মাত্র এক লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই বিনিয়োগ বেড়ে ২১ লাখের বেশি হয়ে যেত।

  • 9/10

কায়সার কর্পোরেশন একটি ছোট ক্যাপ কোম্পানি। কোম্পানিটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ট্রেডিং এবং ডিস্ট্রিবিউশন সেক্টর অর্থাৎ প্যাকেজিং সেক্টরের একটি কোম্পানি।

  • 10/10

(সতর্কীকরণ: স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের ঝুঁকি জড়িয়ে রয়েছে। স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে বা আপনার ব্যক্তিগত অর্থ উপদেষ্টার পরামর্শ নিন)

Advertisement
Advertisement