Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: ১৬ দিনে ১৪ বার বেড়েছে জ্বালানির দাম! আজ পেট্রোল-ডিজেলের দর কত?

Aajtak Bangla
  • 08 Apr 2022,
  • Updated 9:53 AM IST
  • 1/10

গত ১৬ দিনে ১৪ বার বাড়ানো হয়েছে জ্বালানির দাম। ২২ মার্চ থেকে বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম। এ সময় ২৪ মার্চ ও ১ এপ্রিল দামের কোনো পরিবর্তন না হলেও এরপর থেকে লাগাতার বাড়ানো হচ্ছিল।

  • 2/10

এই সময়ের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে প্রায় ১০ টাকা করে বেড়েছে। এর আগে, ৪ নভেম্বর, ২০২১-এর পরে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে চলে গেলেও রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি প্রায় চার মাস তাদের দাম বাড়ায়নি।

  • 3/10

ওই চার মাসের ক্ষতি পুষিয়ে নিতে তেল কোম্পানিগুলো এখন ক্রমাগত দাম বাড়াচ্ছে। শুক্রবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে জ্বালানির দাম বাড়ানো হয়নি। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৯ টাকা ৮৩ পয়সা।

  • 7/10

শুক্রবার চেন্নাইতে পেট্রোলের দাম ১১০ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও নয়ডায় আজ এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৪৭ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ০৩ পয়সা প্রতি লিটার। 

  • 9/10

পটনাতে শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ১১৬ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ০৬ পয়সা।

  • 10/10

লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৬ টাকা ৮৩ পয়সা।

Advertisement
Advertisement