Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের দর কত? জেনে নিন মোবাইল ফোন থেকে কীভাবে দেখবেন

Aajtak Bangla
  • 04 Jul 2022,
  • Updated 10:28 AM IST
  • 1/9

২১ মে, কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে। এর পরেই পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক ভাটা পড়ে। এর আগে ৬ এপ্রিল ডিজেল-পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল।

  • 2/9

এরপর থেকে পেট্রোল এবং ডিজেলের দাম আর বাড়েনি। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও গত কয়েকদিন ধরে ডিজেল-পেট্রোলের দাম বাড়ায়নি দেশের তেল সংস্থাগুলি। দেশে প্রায় দেড় মাস ধরে পুরনো দাম বহাল রাখা হয়েছে।

  • 3/9

সোমবারও IOCL প্রকাশিত পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আজও পেট্রোল-ডিজেলের দাম না বাড়ায় সাধারণ মানুষের জন্য এটা স্বস্তির খবর। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে জ্বালানির দাম (Petrol, Dieseler dam)…

  • 4/9

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৭২ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৬২ পয়সা। মুম্বইয়ে সোমবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১১১ টাকা ৩৫ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ২৮ পয়সা।

  • 5/9

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬ টাকা ০৩ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯২ টাকা ৭৬ পয়সা। সোমবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০২ টাকা ৬৩ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ২৪ পয়সা।

  • 6/9

এই চার মহানগর ছাড়াও ভোপালে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৮ টাকা ৬৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩ টাকা ৯০ পয়সা। 

  • 7/9

আহমেদাবাদে সোমবার পেট্রোল প্রতি লিটারে ৯৬ টাকা ৪২ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯২ টাকা ১৭ পয়সা। রাঁচিতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৬৫ পয়সা প্রতি লিটার।

  • 8/9

পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন আপনিও আপনার কাছে থাকা যে কোনও মোবাইল ফোন থেকে জেনে নিতে পারেন। আপনার ফোন থেকে একটি এসএমএসের মাধ্যমে প্রতিদিন আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারবেন। 

  • 9/9

এর জন্য ইন্ডিয়ান অয়েল (IOCL)-এর গ্রাহকদের RSP কোড লিখে 9224992249 নম্বরে পাঠাতে হবে। আপনার শহরের RSP কোড জানতে এখানে ক্লিক করুন

Advertisement
Advertisement