রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অশোধিত তেলের দর হু হু করে বেড়ে ১৪ বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর বর্তমানে বেড়ে ব্যারেল প্রতি ১৩০ ডলার অতিক্রম করেছে।
এদিকে দেশে আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। এই ফল প্রকাশের পরই দেশে চার মাস ধরে থমকে থাকা পেট্রোল, ডিজেলের দাম এক ধাক্কায় প্রায় ১২-১৫ টাকা বাড়াতে বলে মনে করা হচ্ছে।
আজ নিয়ে টানা ১২৬তম দিনে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। পাঁচ রাজ্যের ভোটের শেষে ডিজেল-পেট্রোলের দাম কত হবে, এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।
কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।
বৃহস্পতিবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।
এই চার মহানগর ছাড়াও লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৮০ পয়সা।
গুয়াহাটিতে বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ৯৪ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮১ টাকা ২৯ পয়সা।
চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার।