বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দরে অস্থিরতা চলছেই। রাশিয়ার তেল রফতানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপের প্রস্তাবে এর জোগান নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে আজ জুন ২২ (CLM2) তারিখের অপরিশোধিত তেল (WTI ফিউচার দর) ১.৪৩ শতাংশ কমে ১০১.৭৫ ডলার প্রতি ব্যারেল হয়েছে।
এদিকে এক মাসেরও বেশি সময় ধরে দেশের বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে। তবে পেট্রোলের দর ১০০ টাকার উপরেই থমকে রয়েছে। ডিজেলের দামও দেশের অনেক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে। তেলের দাম কমার অপেক্ষায় দিন গুণছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও থমকে রয়েছে পেট্রোল, ডিজেলের দাম। এই নিয়ে ৩৪ দিন ধরে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৬৭ পয়সা।
মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা।
কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৯ টাকা ৮৩ পয়সা।
মঙ্গলবার চেন্নাইতে পেট্রোলের দাম ১১০ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা।
এই চার মহানগর ছাড়াও নয়ডায় আজ এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৪৭ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ০৩ পয়সা প্রতি লিটার।
রাঁচিতে মঙ্গলবার পেট্রোল প্রতি লিটারে ১০৮ টাকা ৭১ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০২ পয়সা।
আহমেদাবাদে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৪৩ পয়সা।