Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: অগ্নিমূল্য জেট ফুয়েল, অপরিশোধিত তেল! আজ পেট্রোল-ডিজেলের দাম কত?

Aajtak Bangla
  • 17 Feb 2022,
  • Updated 10:36 AM IST
  • 1/10

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল অগ্নিমূল্য! আগামী সপ্তাহে এই দাম আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার বিমানের জ্বালানির দাম ৫.২ শতাংশ বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির পর দেশে জেট ফুয়েলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

  • 2/10

উল্লেখ্য, বিগত দু’মাসে দেশে এই নিয়ে চতুর্থবার বাড়ানো হল বিমানের জ্বালানির দাম। এদিকে সারা দেশে পেট্রোল এবং ডিজেলের দাম টানা ১০৫তম দিনে স্থিতিশীল রয়েছে। দেশে পেট্রোল, ডিজেলের দামে শেষ পরিবর্তন হয়েছিল গত বছরের ৪ নভেম্বর।

  • 3/10

বৃহস্পতিবারও দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় এই নিয়ে টানা ১০৩তম দিন দেশের পেট্রোল, ডিজেলের দাম থমকে রইল। বৃহস্পতিবার IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

  • 7/10

বৃহস্পতিবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার।

  • 9/10

লখনউতে বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৮০ পয়সা। 

  • 10/10

পটনায় আজ পেট্রোল প্রতি লিটার ১০৫ টাকা ৯০ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ০৯ পয়সা। 

Advertisement
Advertisement