Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: অগ্নিমূল্য জেট ফুয়েল, অপরিশোধিত তেল; আজ পেট্রোল-ডিজেলের দাম কত?

Aajtak Bangla
  • 02 Mar 2022,
  • Updated 10:04 AM IST
  • 1/10

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে তার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনে এই দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • 2/10

অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে মঙ্গলবার দেশে বিমানের জ্বালানির দামও ৩.৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চে উচ্চতায় পৌঁছেছে। এই নিয়ে এক বছরে জেট ফুয়েলের দাম পঞ্চমবার বৃদ্ধি পেল।

  • 3/10

এদিকে প্রায় ৪ মাস দেশে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে এখনও পেট্রোল ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বুধবার IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

  • 7/10

বুধবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও অমৃতসরে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৫৩ পয়সা আর ডিজেলের দাম ৮৪ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার। 

  • 9/10

নয়ডায় বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৭৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ২১ পয়সা। 

  • 10/10

ধানবাদে আজ পেট্রোল প্রতি লিটার ৯৮ টাকা ৪৪ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ৪৭ পয়সা।

Advertisement
Advertisement