সরবরাহ ও পর্যাপ্ত জোগান নিয়ে উদ্বেগের কারণে সপ্তাহ খানেক ধরে ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দর। সূত্রের খবর, ইউরোপ শীঘ্রই রুশ তেলের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে যার প্রভাব বিশ্ব জ্বালানির বাজারেও দেখা যেতে পারে।
এদিকে দেশের বাজারে বিগত এক মাসেরও বেশি সময় ধরে সেঞ্চুরি হাঁকিয়ে থমকে রয়েছে পেট্রোলের দর। অনেক শহরে ডিজেলের দামও একশো পার করেছে। তেলের দাম কমবে কোন পথে, কার দায়— এই নিয়ে চাপানউতর চলছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে।
সোমবার IOCL সিএনজি, পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও বাড়েনি পেট্রোল, ডিজেলের দাম। এই নিয়ে ২৬ দিন ধরে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৬৭ পয়সা।
মুম্বইয়ে সোমবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১২০ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা।
কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৯ টাকা ৮৩ পয়সা।
সোমবার চেন্নাইতে পেট্রোলের দাম ১১০ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা।
এই চার মহানগর ছাড়াও আহমেদাবাদে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৪৩ পয়সা।
পটনাতে সোমবার পেট্রোল প্রতি লিটারে ১১৬ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ০৬ পয়সা।
আহমেদাবাদে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৫ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৪৩ পয়সা।