Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: ১৪০ ডলারে অশোধিত তেল, আগামী সপ্তাহেই ১২০ টাকা ছাড়াবে পেট্রোল?

Aajtak Bangla
  • 08 Mar 2022,
  • Updated 10:18 AM IST
  • 1/10

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অশোধিত তেলের দর হু হু করে বেড়ে চলেছে। ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর বর্তমানে বেড়ে ব্যারেল প্রতি ১৩৯ ডলার অতিক্রম করেছে। ব্রোকারেজ ফার্ম জেপি মর্গানের অনুমান, এই যুদ্ধ আর কিছুদিন চললে অশোধিত তেলের দর শীঘ্রই ব্যারেল প্রতি ১৮৫ ডলার ছাড়িয়ে যাবে।

  • 2/10

গত ৩ মাসে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার বাড়লেও ভারতের বাজারে জ্বালানির খুচরো দাম চার মাস ধরে এক পয়সাও বাড়েনি। এই ক্ষতি পুরণ করতে সরকারি তেল সংস্থাগুলিকে হয়তো আগামী সপ্তাহ থেকেই পেট্রোল, ডিজেলের দাম লিটারে অন্তত ১২-১৫ টাকা বাড়াতে হবে।

  • 3/10

বিগত ১৩ দিনে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর প্রায় ৪০ ডলার বেড়েছে। পাঁচ রাজ্যের ভোট শেষে আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে ডিজেল-পেট্রোলের দাম। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৬ টাকা ৬৭ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। 

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

  • 7/10

মঙ্গলবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার। 

  • 9/10

গান্ধীনগরে মঙ্গলবার এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৩৫ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার। 

  • 10/10

লখনউতে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৮০ পয়সা।

Advertisement
Advertisement