Advertisement

অর্থনীতি

Radhakishan Damani guru of Rakesh Jhunjhunwala: শেয়ারবাজারে ইনি রাকেশ ঝুনঝুনওয়ালার 'গুরু'! কোন শেয়ারে বিনিয়োগ করলেন? জানুন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2021,
  • Updated 1:02 PM IST
  • 1/6

রাকেশ ঝুনঝুনওয়ালাকে ভারতীয় স্টক মার্কেটে 'বিগ বুল' বলা হয় এবং তিনি এমন একজন অভিজ্ঞ বিনিয়োগকারী যার পোর্টফোলিওর ওপর বিনিয়োগকারীদের নজর থাকে। এই বিশেষজ্ঞ সম্প্রতি কোন শেয়ার কিনেছিন বা বিক্রি করেছেন তা নিয়ে সবার কৌতূহল থেকে যায়। কিন্তু অনেকেই জানেন না যে রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ার বাজারে সবচেয়ে বড় বিনিয়োগকারী নন। এ ব্যাপারে তারও গুরু রয়েছে।
 

  • 2/6

রাধাকৃষ্ণ দামানি হলেন ভারতীয় শেয়ারবাজারে সবচেয়ে বড় বিনিয়োগকারী। রাকেশ ঝুনঝুনওয়ালাও তাকে নিজের  'গুরু' অর্থাৎ গাইড মনে করেন। রাধাকৃষ্ণ দামানি ভারতীয় শেয়ারবাজারে সবচেয়ে বড়  বিনিয়োগকারী, যার প্রায় ২ লক্ষ কোটি টাকার ব্যক্তিগত বিনিয়োগ রয়েছে। 

  • 3/6

দামানির শেয়ারহোল্ডিং ডেটা বিশ্লেষণ করে দেখা যায় যে তিনি ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত ত্রৈমাসিকে তার কোম্পানি  Derive ট্রেডিং এবং ব্রাইট স্টার্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে VST ইন্ডাস্ট্রিতে তার শেয়ার ৩২.৩০  শতাংশ বাড়িয়েছেন। এর আগে, অর্থাৎ জুনের ত্রৈমাসিকে  এই কোম্পানিতে তার শেয়ার ছিল মাত্র ৩০.২০ শতাংশ। 

  • 4/6

একইভাবে, তিনি মঙ্গলম অর্গানিকসে তার অংশীদারিত্ব ২.২ থেকে ৪.৩  শতাংশে বাড়িয়েছেন৷ অন্যদিকে, দমানি এই সময়ের মধ্যে Blue Dart Express বিনিয়োগ ১.৭০  শতাংশ থেকে ১.৫০  শতাংশে হ্রাস করেছে। তিনি Metropolis Healthcare-এ  তার অংশীদারিত্ব ১.৬  শতাংশ থেকে ১.৪  শতাংশে নামিয়ে এনেছেন।

  • 5/6

রাধাকৃষ্ণ দামানিকে বলা হয় ভারতের রিটেল কিং। ২০১৭ সালের মার্চ মাসে তার সুপার মার্কেট চেইন কোম্পানি Avenue Supermart-এর আইপিও খুবই সফল হয়েছিল। তিনি ২০০২  সালে মুম্বাইয়ে প্রথম স্টোর খুলেছিলেন। আজ তার কোম্পানি  DMart-এর সারা দেশে ২১৪  টিরও বেশি স্টোর রয়েছে। তিনি তামাক কোম্পানি VST Industries থেকে ইন্ডিয়া সিমেন্ট পর্যন্ত অনেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন। 

  • 6/6

অন্যদিকে রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ার বাজারে প্রায় ২৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং তিনি ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যক্তিগত  বিনিয়োগকারী। তিনি প্রায় ৩৯টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন, যার মধ্যে টাইটান, টাটা মোটরস, SAIL, ফেডারেল ব্যাঙ্ক ইত্যাদির মত কোম্পানি রয়েছে।(www.businesstoday.in থেকে প্রাপ্ত তথ্যেক ভিত্তিতে)

Advertisement
Advertisement