Advertisement

অর্থনীতি

বিদেশি বিনিয়োগে রেকর্ড ভারতের, সঠিক পদক্ষেপেই সাফল্য, মত কেন্দ্রের

Aajtak Bangla
  • 07 Mar 2021,
  • Updated 9:55 PM IST
  • 1/6

বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) ভারতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঋণ না নিয়ে মূলধন সংগ্রহের এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই বিনিয়োগ। এপ্রিল থেকে ডিসেম্বরে ভারতে এফডিআই বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের মত, সঠিক পদক্ষেপের জেরেই এই প্রচেষ্টা সফল হয়েছে। 

  • 2/6


চলতি বছরের বাজেটে এফডিআইতে যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে। বিনিয়োগের পথে নীতিগত বাধা দূর করার জন্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিদেশি বিনিয়োগ টানতে বদ্ধপরিকর সরকার।

  • 3/6

মোদী সরকারের মতে গত সাড়ে ছয় বছরে নেওয়া সঠিক পদক্ষেপের জেরেই দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ধারাবাহিকভাবে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন খাতে এফডিআই সম্পর্কিত বিভিন্ন সংস্কার করেছে। 
 

  • 4/6

এপ্রিল থেকে ডিসেম্বর ২০২০-এর মধ্যে, ৬৭.৫৪ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই দেশে এসেছে। এটি গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ এফডিআই। একই সময়ের তুলনায় এফডিআই প্রায় ২২ শতাংশ বেড়েছে। গত বছরে এফডিআই এসেছিল ৫৫.১৪ বিলিয়ন ডলার।

  • 5/6

২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে ইক্যুইটির মাধ্যমে এফডিআইতে ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবর্ষে ইক্যুইটির মাধ্যমে এফডিআই এসেছিল ৩৬.৭৭ বিলিয়ন ডলার।
 

  • 6/6

ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ ছিল সূচককে উপরে ধরে রাখার জন্য অন্যতম চালিকা শক্তি। এই বিদেশি বিনিয়োগ আসত বিভিন্ন আর্থিক সংস্থার হাত ধরে। মার্কিন সরকারের ১০ বছরের ঋণপত্রের উপর সুদ অতিমারির সময় পড়ে গিয়েছিল ৫.৬ শতাংশে। তা এখন বেড়ে ৬.১৮ শতাংশে দাঁড়িয়েছে।

Advertisement
Advertisement