Advertisement

অর্থনীতি

Sealdah Metro Station Photos: শিয়ালদহ মেট্রো স্টেশনে ভাড়া কত? উদ্বোধনের আগেই দেখুন ভিতরের ছবি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2022,
  • Updated 3:13 PM IST
  • 1/10

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের অফিস যেতে আর ঝক্কি পোয়াতে হবে না। আর ক'দিন পর থেকে শিয়ালদহ থেকে মেট্রো ধরেই সোজা অফিস চলে যেতে পারবেন। যাত্রীদের পরিষেবা দিতে সেজেগুজে তৈরি শিয়ালদহ মেট্রো স্টেশন।   

  • 2/10

সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো রুট।
 

  • 3/10

সাধারণ যাত্রীদের জন্য ১৪ জুলাই থেকে শুরু হবে পুরোদমে পরিষেবা। 

  • 4/10

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, কলকাতার যানজটের ছবি বদলে দেবে কলকাতা মেট্রো। আগামী ১৪ জুলাই থেকে মেট্রো চড়তে পারবেন যাত্রীরা। 

  • 5/10

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় থাকছে স্ক্রিন ডোর। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই খুলবে দরজা। স্টেশনে ওঠা-নামার জন্য দুপাশের দরজাই খুলবে।

  • 6/10

পিকনিক গার্ডেন থেকে পর্যন্ত এখন মেট্রো চলছে। এবার শিয়ালদহ থেকে শুরু হচ্ছে পরিষেবা। এর আগে পয়লা বৈশাখে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে গিয়েছে একাধিকবার।
 

  • 7/10

এখনও পর্যন্ত শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে কত ভাড়া তা এখনও স্পষ্ট নয়। তবে মেট্রো সূত্রের খবর, সর্বনিম্ন ভাড়া ৫ টাকা হতে চলেছে। তার পর ধাপে ধাপে বাড়বে।   

  • 8/10

আয় বাড়ানোর জন্য শিয়ালদহ মেট্রো স্টেশনকে ইতিমধ্যেই ব্র্যান্ডিং করা হয়েছে। ডিটিডিসি কো-ব্র্যান্ডিং করছে স্টেশনের। স্টেশনের নামে আগে থাকবে তাদের নাম। সমস্ত প্রবেশ ও প্রস্থান দরজাতেও দেখা যাবে ডিটিডিসি-কে। 

  • 9/10

শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে স্বাভাবিকভাবে বাড়বে যাত্রী। রেলস্টেশন থেকে নেমে মেট্রো ধরবেন তাঁরা। সেজন্য স্টেশনে ভিড় হতে চলেছে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। তা নিয়ন্ত্রণের জন্য রয়েছে প্রশস্ত ব্যবস্থাও।

  • 10/10

কয়েক মাস ধরে টানাপোড়েনের পর কমিশনার অব রেলওয়ে সেফটির অনুমতি মিলেছে। তার পরই উদ্বোধনের সিদ্ধান্ত। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

Advertisement
Advertisement