দেশের শেয়ারবাজার টানা পঞ্চম দিন রেকর্ড উচ্চতায় লেনদেন করছে। সার্বিক কেনাকাটার সাথে সাথে বুধবার শেয়ারবাজার আবার নতুন ইতিহাস সৃষ্টি করল। সেনসেক্স প্রথমবারের মতো ৫৬ হাজারের গণ্ডি অতিক্রম করেছে।
বিশ্বব্যাপী মিশ্র সাড়া এবং এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) থেকে ইতিবাচক সংকেত পেয়ে বুধবার সেনসেক্স ২৮১ পয়েন্ট বেড়ে ৫৬,০৭৩.৩১ পয়েন্টে খোলে।
বুধবার শেয়ারবাজারে লেনদেনের সময়, সেনসেক্স ৫৬,০৯৯.৬১ পয়েন্টের সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগকারীরা দ্রুত ১ লক্ষ কোটি টাকার বেশি মুনাফার মুখ দেখেছেন।
সপ্তাহের তৃতীয় কারবারের দিনে নিফটি সূচকও আজ ঊর্ধ্বমুখী। বুধবার সকালে নিফটি সূচক ১৬৭০০ পয়েন্টের কাছাকাছি রয়েছে। বর্তমানে, নিফটি ৭০ পয়েন্ট বেড়ে ১৬,৬৮৪ স্তরে লেনদেন করছে।
আজ এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার দর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। সেনসেক্সে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ২ শতাংশ বেড়েছে। এছাড়াও আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফাইন্যান্স, পাওয়ারগ্রিড, এলএন্ডটি, বাজাজ ফিনসার্ভের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে, ইন্ডাস ইন্ড ব্যাংক, কোটক ব্যাংক, বাজাজ অটো এবং ইনফোসিসের শেয়ার দর কমেছে।
বুধবার, বাজারের রেকর্ড গতিতে লেনদেনের ফলে বিনিয়োগকারীরা এক ঘণ্টায় ১ লক্ষ কোটি টাকারও বেশি লাভ করেছে। মঙ্গলবার বিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট বাজার শেয়ার ছিল ২,৪০,৮৪,৭৮১.৮৩ কোটি টাকা যা বুধবার ১,২৪,২৫৫.৩৩ কোটি টাকা বেড়ে ২,৪২,০৯,০৩৭.১৬ কোটি টাকা হয়েছে।
মাত্র তিন দিনে সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি বেড়েছে। ১৩ অগাস্ট, সেনসেক্স ৫৫ হাজারের স্তর অতিক্রম করেছিল। এর পরবর্তী তিনটি ট্রেডিং সেশনে সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি বেড়ে বুধবার ৫৬ হাজারের গণ্ডি অতিক্রম করেছে।
এ বছর এখনও পর্যন্ত ক্রমশ ঊর্ধ্বমুখী সেনসেক্স অনেকগুলি নতুন রেকর্ড গড়েছে। পেরিয়েছে অনেকগুলি গণ্ডি। ২১ জানুয়ারি, ২০২১-এ সেনসেক্স প্রথমবারের মতো ৫০,০০০ অতিক্রম করে। ৩ ফেব্রুয়ারি, প্রথমবার ৫০,০০০ অঙ্কের উপরে বন্ধ হয়। ৫ ফেব্রুয়ারি সেনসেক্স ৫১ হাজারের গণ্ডি অতিক্রম করে। ১৫ ফেব্রুয়ারি, সেনসেক্স ৫২ হাজারের গণ্ডি অতিক্রম করে।
এর চার মাস পর ২২ জুনের লেনদেনে প্রথমবারের মতো সেনসেক্স ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। ৪ আগস্ট ৫৪ হাজারের গণ্ডি অতিক্রম করে সেনসেক্স এবং ১৩ আগস্টে প্রথমবার ৫৫ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। আজ, ১৮ অগাস্ট ফের নতুন রেকর্ড গড়ে ৫৬ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স।