Advertisement

অর্থনীতি

Stock Market Updates: ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স, রেকর্ড উচ্চতায় নিফটিও!

Aajtak Bangla
  • 03 Sep 2021,
  • Updated 11:30 AM IST
  • 1/6

আজ নিয়ে টানা পঞ্চম দিন বিশ্ব বাজারে মিশ্র প্রভাব সত্ত্বেও ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজারের সূচক। দেশীয় বাজারে মূল্যস্ফীতি হার কমে যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা খুশি হয়েছেন। যার প্রভাবে দেশের শেয়ারবাজার নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করছে। 

  • 2/6

শুক্রবার বাজার খোলার পর থেকেই চাঙ্গা ছিল সেনসেক্স, নিফটি। আজ সেনসেক্স ৫৮১১৫.৬৯ পয়েন্ট এবং নিফটি ১৭৩১১.৯৫ পয়েন্ট অতিক্রম করেছে। এদিন বিএসই সেনসেক্স ২৩৬ পয়েন্ট বেড়ে ৫৮ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। নিফটিও ৭৪ পয়েন্টে বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

  • 3/6

এ দিনের লেনদেনে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL), টাইটান কোম্পানি সহ কিছু কোম্পানি সেনসেক্স তালিকার শীর্ষে রয়েছে। পাশাপাশি, HCL Tech, Tata Consultancy Services (TCS), Maruti Suzuki শেয়ার দর আজ নিম্নমুখী।

  • 4/6

নিফটি এফএমসিজি, নিফটি আইটি এবং নিফটি ফার্মা বাদে, সমস্ত সেক্টরাল সূচক শুক্রবার শুরু থেকেই লাভের সঙ্গে লেনদেন করছে, যা বাজারের জন্য সুখবর। পাশাপাশি ব্যাংক নিফটি ০.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭,০০০-এর স্তর অতিক্রম করেছে।

  • 5/6

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাজারে এমন কোনও খবর নেই যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব, আগামী দিনগুলিতেও শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

  • 6/6

শুক্রবার, টানা ষষ্ঠ দিনেও বাজার ঊর্ধ্বমুখী রয়েছে এবং বিএসই সেনসেক্সের ৩০টি শেয়ারের অধিকাংশেরই দর বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স ৫৭ হাজার থেকে ৫৮ হাজারের সর্বোচ্চ স্তরে পৌঁছতে মাত্র তিন দিন সময় নিয়েছে।

Advertisement
Advertisement