Advertisement

অর্থনীতি

Sri Lanka Crisis: জ্বলছে 'অন্ধকার' শ্রীলঙ্কা, এবার আয়ের এই রাস্তাও বন্ধ হল বিক্ষোভে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2022,
  • Updated 2:14 PM IST
  • 1/14

এ যেন গোদের উপর বিষফোঁড়া! শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দার মধ্যে দেখা দিল নতুন সমস্যা। করোনা অতিমারির পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল দ্বীপরাষ্ট্রের পর্যটন। শ্রীলঙ্কায় উদ্ভূত পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে দেশে ফিরছে বিদেশি পর্যটকরা। 

  • 2/14

দেশজুড়ে সরকার বিরোধী গণবিক্ষোভের জের পড়েছে পর্যটনশিল্পে। অশান্তির আশঙ্কায় শ্রীলঙ্কায় ট্যুর বাতিল করে দিয়েছেন পর্যটকরা। যাঁরা আছেন তাঁরা দেশে ফিরে যাচ্ছেন।   

  • 3/14

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ঘাটতি, খাদ্য সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি, জরুরি অবস্থা এবং বিক্ষোভের কারণে বিপর্যস্ত শ্রীলঙ্কা। আশঙ্কিত পর্যটকরা সে দেশ ছাড়ছেন। 
 

  • 4/14

পর্যটক চলে যাওয়ায় ছোট-বড় হোটেল এখন ফাঁকা। পর্যটন মরসুমের সেরা সময় হওয়া সত্ত্বেও বুকিং নেই। আসছেন পর্যটকরা। একে অর্থনৈতিক সংকট তার উপরে পর্যটকরা ফিরে গেলে আরও ক্ষতি! উদ্বিগ্ন হোটেল ব্যবসায়ীরা।

  • 5/14

কীভাবে ব্যাঙ্ক ঋণ শোধ করবেন?  

অনেকেই ব্য়াঙ্ক থেকে ঋণ নিয়ে হোটেল খুলেছেন। এই অবস্থা বুঝে উঠতে পারছেন না কীভাবে ঋণের কিস্তি মেটাবেন!

  • 6/14

বিদেশি পর্যটক না আসায় আর্থিক সংকটের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা করছেন হোটেলের কর্মীরা।

  • 7/14

শ্রীলঙ্কার পাঁচতারা এবং চারতারা হোটেলগুলিতে প্রতিবছর এই সময় ১০০ থেকে ১৫০ ঘরের বুকিং করা হয়। কিন্তু এবার পুরো হোটেল খালি। পর্যটকশূন্য। 

  • 8/14

আজতককে এক হোটেল মালিক জানিয়েছেন, তাঁর হোটেলে ৫০-৬০টি ঘর আছে। মাত্র ৫টি ঘরে পর্যটক আছেন। এই অবস্থায় কর্মীদের মাস মাইনে দেওয়া সম্ভব হয়ে উঠছে না।

  • 9/14

হোটেলের এক কর্মচারী জানান, বিদেশ থেকে আসা পর্যটকরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকতে পছন্দ করেন। কিন্তু বিদ্যুতের ঘাটতি থাকায় এসি কাজ করছে না। 

  • 10/14

ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে শ্রীলঙ্কায়। অথচ হোটেলে ডিজেলচালিত যন্ত্র রয়েছে। জ্বালানির অভাবে সেগুলি কাজ করছে না। ফলে সুযোগ-সুবিধা পাচ্ছেন না অতিথিরা।

  • 11/14

শ্রীলঙ্কা বেড়াতে যাওয়া শোরি এবং অনিতা জানিয়েছেন, তাঁরা এখন লন্ডনে বাড়ি ফিরে যাচ্ছেন। শ্রীলঙ্কায় সাধারণ জিনিসও পাওয়া যাচ্ছে না।

  • 12/14

 অনিতা বলছিলেন, হোটেল ছেড়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ৪ ঘণ্টা আটকে থাকল ট্রেন। অপেক্ষা করে কাটাতে হয়েছে। 

  • 13/14

শ্রীলঙ্কার বহু মানুষের জীবনজীবিকা পর্যটনের উপর নির্ভরশীল। দেশের জিডিপি-র ১২ শতাংশই আসে পর্যটন শিল্প থেকে। 
 

  • 14/14

এই পরিস্থিতিতে পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। শ্রীলঙ্কায় ডিজেল পাঠানো হয়েছে। হাসপাতালে ওষুধের সংকট মেটাতেও পদক্ষেপ করেছে নয়াদিল্লি। প্রয়োজনীয় পথ্য পাঠানো হয়েছে সে দেশে। 

Advertisement
Advertisement