Advertisement

অর্থনীতি

Stock Market Updates: ফের ধস শেয়ারবাজারে! ৯৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নিফটিও ১৬৫০০-এর নিচে

Aajtak Bangla
  • 28 Feb 2022,
  • Updated 10:38 AM IST
  • 1/8

সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে ভারতীয় শেয়ার বাজারও ভারী পতনের সঙ্গে খুলেছে। সেনসেক্স ৫২৯ পয়েন্ট কমে ৫৫,৩২৯ এ এবং নিফটি ১৭৬ পয়েন্ট কমে ১৬,৪৮১ পয়েন্টে লেনদেন শুরু করেছে।

  • 2/8

গত বৃহস্পতিবারের ব্যাপক ধসের ধাক্কা সামলে শুক্রবার ঊর্ধ্বমুখী হয় ভারতীয় শেয়ারবাজার। তবে সোমবার বাজার খুলতেই ফের বড়সড় ধস নামল দেশের স্টক মার্কেটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজার খুলতেই সেনসেক্স ৯৫০ পয়েন্ট আর নিফটি ২৮৫ পয়েন্ট পড়েছে।

  • 3/8

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের জেরে বৃহস্পতিবারের লেনদেনে ভারতীয় শেয়ারবাজারে ব্যাপক ধস নামে। এই কারণে, সেনসেক্স ২৭০২ পয়েন্ট কমে ৫৪,৫৩০-এর স্তরে বন্ধ হয়।

  • 4/8

সোমবারের লেনদেনে একমাত্র ধাতব খাত ছাড়া বাকি সব খাতই লোকশানে লেনদেন করছে। অটো, আইটি, ফার্মা, কনজিউমার ডিউরেবলস সেক্টরের শেয়ার দরেও ব্যাপক পতন হচ্ছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলির পতন হয়ে চলেছে।

  • 5/8

মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচকের ৩০টি শেয়ারের মধ্যে ২৭টি স্টকই লোকশানে লেনদেন করছে। সবচেয়ে বড় পতন দেখা যাচ্ছে HDFC ব্যাঙ্কের শেয়ার দরে, যেটি ২.৫০ শতাংশ কমে ১৪১৯ টাকায় লেনদেন করছে।

  • 6/8

এছাড়া পাওয়ার গ্রিডের শেয়ার ১৯৯ টাকার কাছাকাছি লেনদেন করছে। ক্লাইম্বিং স্টকে ০.৭৩ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে৷

  • 7/8

এদিকে নিফটি সূচকে, নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ৪৬টি স্টকই লাল চিহ্নে বা লোকশানে লেনদেন করছে। নিফটিতে টাটা মোটর্সের শেয়ার দর ৩.০৭ শতাংশ কমে ৪৪৫ টাকায় নেমেছে।

  • 8/8

টাটা মোটর্সের লোকশান হলেও নিফটিতে হিন্দালকো-র শেয়ার সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। হিন্দালকো-র শেয়ার সোমবারের প্রাথমিক লেনদেনে ০.৭০ শতাংশ বেড়ে ৫৩৭ টাকায় লেনদেন করছে।

Advertisement
Advertisement