Advertisement

অর্থনীতি

Stock Market Updates: সেনসেক্স পড়ল ১১৬৭ পয়েন্ট, ৫ লক্ষ কোটি টাকার ক্ষতি বিনিয়োগকারীদের

Aajtak Bangla
  • 14 Feb 2022,
  • Updated 10:38 AM IST
  • 1/7

সোমবার সকালে ভারতীয় শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হল। সেনসেক্স ১১৯৭.৮৬ পয়েন্ট কমে ৫৬৯৫৫.০৬ পয়েন্টে খুলে লেনদেন শুরু করেছে। নিফটিও ৩৪৮ পয়েন্ট পড়ে ১৭,০২৬ পয়েন্টে নেমেছে।

  • 2/7

বিশ্ববাজারে দরপতনসহ অন্যান্য কারণে সকাল থেকেই বাজারে বেচাকেনায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হল বিনিয়োগকারীদের। আজ সকাল ৯টা ২১ মিনিট পর্যন্ত, সেনসেক্স ১৪৬২ পয়েন্ট এবং নিফটি ৪০০ পয়েন্টের বেশি পতনের ফলে ১৭ হাজারের নিচে লেনদেন করছিল।

  • 3/7

এ দিনের প্রাথমিক লেনদেনে SBI, ITC, ICICI ব্যাঙ্কের মতো বড় স্টকগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে৷ এনএসই এবং বিএসইতে সমস্ত সেক্টরে পতন লক্ষ্য করা যাচ্ছে।

  • 4/7

ভারতের আগে খোলা অন্যান্য এশিয়ান বাজারগুলিতেও সোমবার সকালে বড়সড় পতন হয়েছে। জাপানের বাজারে ২ শতাংশের বেশি পতন দেখা গিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর এবং হংকংয়েও ১.৫ শতাংশের বেশি পতন হয়েছে।

  • 5/7

এর আগে শুক্রবার আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার বড় পতনের সঙ্গে বন্ধ হয়। এর প্রভাব আজ সারা বিশ্বের শেয়ারবাজারে দৃশ্যমান।

  • 6/7

বাজারে বিক্রির কারণে নিফটি ব্যাঙ্ক সূচক ৩ শতাংশের বেশি কমে গেছে। ICICI ব্যাঙ্ক, PNB এবং AU Small Finance Bank-এর শেয়ারগুলি বড় পতনের সঙ্গে লেনদেন হয়েছে।

  • 7/7

এ দিনের প্রাথমিক লেনদেনে এই বিশাল দর পতন এবং শেয়ারবাজারে বিপুল বিক্রির কারণে বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধনও প্রায় ৫ লক্ষ কোটি টাকা কমেছে।

Advertisement
Advertisement