Advertisement

অর্থনীতি

Stock Market Updates: দীপাবলির আগে ৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স; মুনাফা ২ লক্ষ কোটি টাকার!

Aajtak Bangla
  • 01 Nov 2021,
  • Updated 1:52 PM IST
  • 1/6

দীপাবলির আগে ফের উজ্জ্বল শেয়ার বাজার! সোমবারের প্রাথমিক লেনদেনে ৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। দিনের প্রাথমিক লেনদেনেই বিনিয়োগকারীদের মুনাফা হল প্রায় ২ লক্ষ কোটি টাকার!

  • 2/6

বিশ্ব বাজারের ইতিবাচক সংকেতে পাওয়ায় সোমবার দেশের শেয়ারবাজার ফের ঊর্ধ্বমুখী হয়েছে। BSE-তে সেনসেক্স সূচক এ দিন ৫০৬.২০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৫৯,৮১৩.১৩ পয়েন্টে খুলেছে।

  • 3/6

হেভিওয়েট ইনফোসিস, ভারতী এয়ারটেল এবং এইচডিএফসি শেয়ারের দর আজ প্রাথমিক লেনদেনে অনেকটাই বেড়েছে। পাশাপাশি, নিফটি ১৫৮.৪০ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে ১৭,৮৩০ পয়েন্টে খুলেছে।

  • 4/6

দিনের প্রাথমিক লেনদেনেই দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সম্পদ এক লাফে বেড়েছে ২ লক্ষ কোটি টাকা! আজ প্রাথমিক লেনদেনে সেনসেক্সে ভারতী এয়ারটেলের শেয়ার দর প্রায় ৩ শতাংশ বেড়েছে, পাশাপাশি এইচসিএল টেক, টাটা স্টিল, টেক মাহিন্দ্রা, ইনফোসিস এবং অ্যাক্সিস ব্যাঙ্কেরও শেয়ার দর বেড়েছে৷

  • 5/6

সোমবার নিফটি রিয়েলটি সূচকে সর্বোচ্চ বৃদ্ধি দেখা গিয়েছে। এ দিনের প্রাথমিক লেনদেনে নিফটি রিয়েলটি সূচক ৩.৯৯ শতাংশের রেকর্ড বৃদ্ধির মুখ দেখেছে। এছাড়াও, নিফটি আইটি সূচক ১.৭৫ শতাংশ, নিফটি মেটাল ২.০৩ শতাংশ এবং নিফটি ব্যাঙ্ক সূচক ০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • 6/6

বড় স্টকগুলির পাশাপাশি, মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিতেও আজকের প্রাথমিক লেনদেনে যথেষ্ট বৃদ্ধি হয়েছে। BSE-এর স্মলক্যাপ সূচক আজ ০.৭৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ট্রেড করছে, যেখানে BSE-এর মিডক্যাপ সূচক ০.৬৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে ট্রেড করছে।

Advertisement
Advertisement