Advertisement

অর্থনীতি

Unemployment in India: কমেছে দেশের বেকারত্বের হার, তবে এই রাজ্যের প্রায় ২৫ শতাংশই বেকার!

Aajtak Bangla
  • 04 Feb 2022,
  • Updated 12:59 PM IST
  • 1/7

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের বেকারত্বের হার জানুয়ারি মাসে গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। দেশের বেকারত্বের হার ২০২২ সালের জানুয়ারিতে ৬.৫৭ শতাংশ হয়েছে, যা ২০২১ সালের মার্চ পর থেকে সর্বনিম্ন।

  • 2/7

CMIE-র পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে দেশের শহরাঞ্চলে বেকারত্বের হার ৮.১৬ শতাংশ। কিন্তু তা সত্ত্বেও গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৫.৮৪ শতাংশে নেমে আসার ফলে সামগ্রিক ভাবে কমেছে দেশের বেকারত্বের হার।

  • 3/7

CMIE-এর তথ্য অনুসারে, দেশের সর্বনিম্ন বেকারত্বের হার দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ০.৭ শতাংশ। যেখানে দিল্লি সংলগ্ন হরিয়ানায় সর্বোচ্চ ২৩.৪ শতাংশ বেকারত্বের হার রেকর্ড করা হয়েছে।

  • 4/7

একটি বিষয় লক্ষণীয় যে, মানেসার, হরিয়ানায় দেশের দুটি বৃহত্তম অটো কোম্পানি, মারুতি সুজুকি এবং হিরো মোটোকর্প প্ল্যান্ট রয়েছে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে, তবুও রাজ্যে বেকারত্বের হার সর্বোচ্চ রেকর্ড করেছে।

  • 5/7

হরিয়ানার পরে সর্বাধিক বেকারত্বের হার যে রাজ্যগুলিতে সেগুলি যথাক্রমে রাজস্থান ১৮.৯%, ত্রিপুরা ১৭.১%, জম্মু ও কাশ্মীর ১৫%, দিল্লি ১৪.১% এবং হিমাচল প্রদেশে ১৩.৯% বেকারত্ব রেকর্ড করা হয়েছে।

  • 6/7

এর পাশাপাশি, গুজরাটে বেকারত্বের হার ১.২%, মেঘালয়ে ১.৫%, ওড়িশায় ১.৮%, কর্ণাটকে ২.৯% এবং চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে ৩% বেকারত্ব রেকর্ড করা হয়েছে।

  • 7/7

নভেম্বর-ডিসেম্বরে কাজ হারিয়েছিলেন দেশের প্রায় ৭০ লক্ষ কর্মী! তবে জানুয়ারিতে বিভিন্ন সরকারি প্রকল্পের হাত ধরে গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়তেই দেশের বেকারত্বের হার অনেকটাই কমেছে।

Advertisement
Advertisement