Advertisement

অর্থনীতি

Bank Charges: টাকা তুলুন বা জমা দিন, এই ব্যাঙ্কে দিতে হবে বাড়তি চার্জ!

Aajtak Bangla
  • 20 Dec 2021,
  • Updated 6:26 PM IST
  • 1/7

Post Office-এর নগদ লেনদেনে নিয়ম বদলাতে চলেছে। ১ জানুয়ারি, ২০২২ থেকে টাকা তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রেও বাড়তি চার্জ যুক্ত হতে চলেছে।

  • 2/7

Post Office-এর একাধিক নিয়ম বদলাতে চলেছে। Zee News, Hindustan Time, Financial Express-এ প্রকাশিত প্রতিবেন অনুযায়ী, India Post Payment Banks এখন থেকে টাকা জমা করলেও AEPS-এ চার্জ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে৷ দেখে নিন ১ জানুয়ারি থেকে কী কী নিয়ম কার্যকর হতে চলেছে...

  • 3/7

বেসিক সেভিংস অ্যাকাউন্টে কত টাকা চার্জ লাগবে? আপনার বেসিক সেভিংস অ্যাকাউন্ট (Basic Savings Account) থাকলে ৪ বার পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কোনও বাড়তি চার্জ গুনতে হবে না। কিন্তু ৪ বারের বেশি লেনদেন করলে ২৫ টাকা বা ০.৫ শতাংশ চার্জ দিতে হবে। যদিও টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

  • 4/7

কারেন্ট আর সেভিংস অ্যাকাউন্টে কত টাকা চার্জ লাগবে? কারেন্ট আর সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত তোলার ক্ষেত্রে কোনও রকম চার্জ লাগবে না। তবে মাসে ২৫,০০০ টাকার বেশি তুলতে গেলেই ২৫ টাকা অতিরিক্ত চার্জ গুনতে হবে।

  • 5/7

মাসে ২৫,০০০ টাকা তোলার পাশাপাশি, ১০,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রেও কোনও বাড়তি চার্জ গুনতে হবে না। তবে মাসে ১০,০০০ টাকার বেশি জমা দেওয়ার সময় ২০-২৫ টাকা অতিরিক্ত চার্জ গুনতে হবে।

  • 6/7

ইন্ডিয়া পোস্টের AEPS অ্যাকাউন্টে এই চার্জ কার্যকর হতে চলেছে। পোস্ট অফিসের IPPB নেটওয়ার্কে কোনও রকম চার্জ ছাড়াই সীমাহীন আর্থিক লেনদেন করা যাবে। তবে IPPB নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয়, এমন অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র ৩ বার কোনও রকম চার্জ ছাড়া লেনদেন করা যাবে।

  • 7/7

IPPB নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয়, এমন অ্যাকাউন্ট থেকে লেনদেনের ক্ষেত্রে প্রি লিমিট শেষ হওয়ার পর প্রত্যেক লেনদেনের জন্য চার্জ দিতে হবে। এ ছাড়া মিনি স্টেটমেন্টের জন্য দিতে হবে ৫ টাকা চার্জ। এই সমস্ত চার্জের উপরে GST আর Cess যুক্ত করা হবে।

Advertisement
Advertisement