Advertisement

Bank Holidays In March: নতুন সপ্তাহে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, দেখে নিয়ে সারুন জরুরি কাজ

Bank Closed In March: টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তালিকা দেখে এখনই সেরে নিন জরুরি কাজ।

টানা ৪ দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ।
  • টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • হোলিকা দহন থেকে শুরু হচ্ছে ছুটি।
  • দেখে নিন ছুটির তালিকা।

Bank Holidays in March, 2022: আগামী সপ্তাহে পরপর চারদিন ব্যাঙ্কের ছুটি। হোলি এবং সপ্তাহান্তের ছুটি একসঙ্গে পড়ে গিয়েছে। ফলে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরের সপ্তাহে ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগে সেরে নিন। 

চলতি অর্থবর্ষের শেষ মাস মার্চ। এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর। অর্থবর্ষের শেষ মাসে রয়েছে মোট ১৩ দিনের ব্যাঙ্ক ছুটি। ১ মার্চ শিবরাত্রি থেকে শুরু হয়েছিল ছুটি। বলে রাখি প্রতি বছরের ছুটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির ছুটির তালিকা তৈরি করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। গণতন্ত্র, স্বাধীনতা, গান্ধীজয়ন্তীর মতো দিনগুলিতে ছুটি থাকে। এছাড়া উৎসবে বন্ধ থাকে ব্য়াঙ্কিং পরিষেবা। 

মার্চের তৃতীয় সপ্তাহে ১৭ তারিখ হোলিকা দহন। হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে। ১৮ মার্চ হোলি। ওই দিন গোটা দেশজুড়ে উদযাপিত হবে রঙের উৎসব। আমদাবাদ, আইজল, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শ্রীনগর, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম এবং দিল্লিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

আরও পড়ুন- বছর ঘুরতেই টাকা ডবল, এই শেয়ার এখনও ঊর্ধ্বমুখী, করতে পারেন বিনিয়োগ

১৯ মার্চ, শনিবার হোলির দ্বিতীয় দিন। ওই দিন ব্যাঙ্ক ছুটি থাকবে ওড়িশা, মণিপুর ও বিহারে। আর রবিবার সাপ্তাহিক ছুটি। 

জরুরি কোনও কাজ থাকলে সপ্তাহের শুরুতেই সেরে নিন। অনলাইন বা এটিএম পরিষেবা চালু থাকবে। ফলে টাকা-পয়সার লেনদেন সারতে সমস্যা হবে না।  

আরও পড়ুন- দেউলিয়া এই সংস্থাকে কিনেছিলেন বাবা রামদেব, মার্চে আসছে FPO

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement