Advertisement

Best Multibagger Stock : ২০০০ টাকা হল ১ লক্ষ, ১০ বছরে ৫০০০% রিটার্ন এই স্টকে

১০ বছর আগে অর্থাৎ ২০১২ সালের মে মাসে এই স্টকের দাম ছিল মাত্র ৪৫ টাকা। বুধবার লেনদেন বন্ধ হওয়ার পরে, এটি BSE তে ৬ শতাংশ বেড়ে ২,২৩৯.২৫ টাকায় বন্ধ হয়েছে। এভাবে গত ১০ বছরে এসআরএফ লিমিটেডের স্টক ৫ হাজার শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। যদি একজন বিনিয়োগকারী ১০ বছর আগে এই স্টকে মাত্র ২,০০০ টাকা বিনিয়োগ করতেন তাহলে বর্তমানে তা ১ লক্ষ টাকা হয়ে যেত। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 May 2022,
  • अपडेटेड 12:03 AM IST
  • এসআরএফ লিমিটেডের স্টকে বড় রিটার্ন
  • সংস্থার এমক্যাপ ৬৬,৩৭৬ কোটি টাকা
  • বিশেষ রাসায়নিক তৈরি করে সংস্থাটি

রাসায়নিক কোম্পানি এসআরএফ লিমিটেডের (SRF Limited) স্টক আজকাল বিশ্লেষকদের কাছে খুবই প্রিয়। এর কারণও পরিষ্কার। এই মাল্টিব্যাগার স্টকটি যেভাবে তার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে তা সকলেরই নজরে এসেছে। এসআরএফ লিমিটেডের স্টক ১ বছর, ৫ বছর, ১০ বছরের প্রতিটি স্কেলে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। এর ১০ বছরের রিটার্ন দেখলে সবারই চোখ কপালে উঠে যাবে। 

১০ বছর আগে শেয়ারে দাম ছিল ৪৫ টাকা
১০ বছর আগে অর্থাৎ ২০১২ সালের মে মাসে এই স্টকের দাম ছিল মাত্র ৪৫ টাকা। বুধবার লেনদেন বন্ধ হওয়ার পরে, এটি BSE তে ৬ শতাংশ বেড়ে ২,২৩৯.২৫ টাকায় বন্ধ হয়েছে। এভাবে গত ১০ বছরে এসআরএফ লিমিটেডের স্টক ৫ হাজার শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। যদি একজন বিনিয়োগকারী ১০ বছর আগে এই স্টকে মাত্র ২,০০০ টাকা বিনিয়োগ করতেন তাহলে বর্তমানে তা ১ লক্ষ টাকা হয়ে যেত। 

৫০০ কোটিরও বেশি লাভ সংস্থার
বর্তমানে এই সংস্থার এমক্যাপ ৬৬,৩৭৬ কোটি টাকা। কোম্পানিটি মার্চ ২০২২ ত্রৈমাসিকে ৫০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে। এক ত্রৈমাসিক আগে অর্থাৎ ডিসেম্বর ২০২১ ত্রৈমাসিকে নিট মুনাফা ছিল ৪০৩.২৫ কোটি টাকা। এই সময়ের মধ্যে কোম্পানির আয় বেড়ে হয়েছে ২,৭৯৭.২৪ কোটি টাকা, যা ডিসেম্বর ২০২১ ত্রৈমাসিকে ছিল ২,৬৬৬.১৭ কোটি টাকা। সংস্থাটি বিশেষ রাসায়নিক, প্যাকেজিং ফিল্ম, ফ্লুরোকেমিক্যালস, প্রযুক্তিগত টেক্সটাইল মতো পণ্য তৈরি করে।

২,৯২০ টাকা পর্যন্ত যেতে পারে শেয়ারের দাম
আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, এই মুহূর্তে এই স্টকটির প্রচুর সম্ভাবনা রয়েছে। আরও একটি ব্রোকারেজ ফার্ম ইয়েস সিকিউরিটিজও এই স্টকটিকে বাই রেটিং দিয়েছে। সিকিউরিটিজ এটিকে ২,৯২০ টাকার টার্গেট প্রাইস দিয়েছে।

(Disclaimer: স্টক মার্কেটে বিনিয়োগের সঙ্গে জড়িত অনেক ধরণের ঝুঁকি রয়েছে। স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে, আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে বা আপনার ব্যক্তিগত অর্থ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নিতে হবে।)

Advertisement

আরও পড়ুন বাদল অধিবেশনে CAA প্রত্যাহারের আবেদন, শাহকে চিঠি অধীরের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement