Advertisement

Da News 7th Pay commission : DA বাড়বে দুর্গাপুজোর আগেই? ব্যাপক হারে বৃদ্ধির সম্ভাবনা; নয়া UPDATE

DA Latest Update : দুর্গাপুজো-দশেরার আগেই সরকারি কর্মীদের ডিএ (DA) ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য। এখন কেন্দ্রীয় কর্মচারীরা Dearness Allowance-এর দিকে তাকিয়ে। কবে বাড়বে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কর্মীদের মনে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, খুব শিগগিরই কর্মীদের DA বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 05 Sep 2022,
  • अपडेटेड 9:50 PM IST
  • দুর্গাপুজো-দশেরার আগেই সরকারি কর্মীদের ডিএ (DA) ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য
  • এখন কেন্দ্রীয় কর্মচারীরা Dearness Allowance-এর দিকে তাকিয়ে
  • কবে বাড়বে? এল বড় আপডেট

দুর্গাপুজো-দশেরার আগেই সরকারি কর্মীদের ডিএ (DA) ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য। এখন কেন্দ্রীয় কর্মচারীরা Dearness Allowance-এর দিকে তাকিয়ে। কবে বাড়বে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কর্মীদের মনে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, খুব শিগগিরই কর্মীদের DA বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। 

২০২২ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল। সেই সময় এরপর কর্মচারীদের ডিএ বেড়েছে ৩ শতাংশ। ফলে সেই সময় সরকারি কর্মীদের ডিএ ৩১ থেকে বেড়ে ৩৪ শতাংশ হয়েছিল। 

আরও পড়ুন

DA কতটা বাড়তে পারে? 

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কর্মীদের DA বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এবার DA ৪ শতাংশ বাড়তে পারে। দশমীর আগেই এই উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ অক্টোবর থেকেই বর্ধিত মহার্ঘ্য ভাতাসহ বেতন পাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন আপডেট কী? 

ডিএ বৃদ্ধির অপেক্ষায় কেন্দ্রীয় কর্মীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনওকিছু জানানো হয়নি। তবে সরকার স্পষ্ট করে জানিয়েছে, অষ্টম বেতন কমিশন আপাতত আসবে না। AICPI-এর পরিসংখ্যান, যার ভিত্তিতে DA নির্ধারণ করা হয়, তাও এসেছে। 

জুলাই মাসে AICPI ১২৯.২ পয়েন্ট হয়েছে। সেই কারণে সরকার শিগগিরই কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

বেতন কত বাড়বে? 

সরকার যদি ডিএ ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে কেন্দ্রীয় কর্মীদের বেতন ব্যাপক বৃদ্ধি পাবে। হিসাব অনুযায়ী, একজন কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হলে, ৩৪ শতাংশ হারে তার মহার্ঘ ভাতা দাঁড়ায় ৬,১২০ টাকা। একই সময়ে, ৩৮ শতাংশ অনুযায়ী, এটি ৬,৮৪০ টাকা।  লক্ষ লক্ষ সরকারী কর্মচারীরা ডিএ-র সুবিধা পাবেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement