Advertisement

Free LPG Cylinders: বছরে ৩ রান্নার গ্যাসের সিলিন্ডার ফ্রি, ভোটে জয়ের পর উপহার BJP সরকারের

বছরে ৩টি রান্নার গ্যাসের সিলিন্ডার ফ্রি। ভোটে জিতে আসার পর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন।

গোয়ায় মাসে ৩টি গ্যাস সিলিন্ডার ফ্রি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2022,
  • अपडेटेड 7:53 PM IST
  • গোয়ায় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
  • ক্ষমতায় ফিরেই রাখল প্রতিশ্রুতি।
  • বছরে ৩টি সিলিন্ডার ফ্রি।

জিতেই নিজের ভোট-প্রতিশ্রুতি রাখলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। প্রতি বছর ৩টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পকে অনুমোদন দেওয়া হল। এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থ বর্ষ থেকে চালু হয়ে যাবে এই প্রকল্প।   

গোয়ার ১৪ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রমোদ সাওয়ান্ত। প্রমোদ সাওয়ান্তের সঙ্গে বিশ্বজিৎ রানে, মৌবিন গোডিনহো, রবি নায়েক, নীলেশ কবরাল, সুভাষ শিরোডকর, রোহান খোঁটে, আতানাসিয়ো মোনসেরেট, গোবিন্দ গৌড়ে-সহ আরও ৮ বিধায়ক প্রথম দফায় শপথ নিয়েছেন৷ শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নরেন্দ্র সিং তোমর, নিতিন গড়কড়ি-সহ উত্তরাখণ্ড, অসম, হরিয়ানা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

আজতককে,প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, দল তাঁর প্রতি বিশ্বাস রেখেছে। এটা বড় দায়িত্ব। তিনি বলেন,'আমরা গোয়াকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। গোয়াকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার প্রতিশ্রুতি পূরণ করব। এছাড়াও, খনি থেকে বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও মাথায় রয়েছ সরকারের।' 

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে আগে দুর্ঘটনাজনিত মুখ্যমন্ত্রী বলা হত। কিন্তু এখন তারা বলছে, 'এখন আমি নির্বাচিত নই, আমি নির্বাচিত হয়েছি।' হঠাৎ করে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন সাওয়ান্ত। 'অ্যাক্সিডেন্টাল সিএম' হিসেবে কটাক্ষ করা হত তাঁকে। এনিয়ে সাওয়ান্ত বলেন,'এখন আমি আর মনোনীত নই নির্বাচিত।'    

পাঁচ রাজ্যের নির্বাচনে ৪টিই গিয়েছে বিজেপির ঝুলিতে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যও। ভোটের জেতার পর ২০২৪ সালে কী হতে চলেছে তার ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সে কথাই শোনা গেল গোয়ায় বিজেপির ইনচার্জ দেবেন্দ্র ফড়নবীস। তাঁর কথায়,'এটা সেমিফাইনাল। ২০২৪ সালে ক্ষমতায় ফিরবেন মোদী। মোদী ঝড়ের গতি এখনও কমেনি। এবার মোদী সুনামি আসবে।'

Advertisement

আরও পড়ুন- প্রথম দিনেই টাকা ডবল, দেড় বছরে এই IPO ১৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement