Advertisement

Goutam Adhani Huge Comebeck: আদানির কামব্যাক? বিশ্বের সবচেয়ে ধনীদের লিস্টে উঠে এলেন একলাফে ১২ ধাপ

Goutam Adhani Huge Comebeck: গৌতম আদানির দুর্দান্ত Comeback, এক লাফে ফের পৌঁছলেন এত নম্বরে। আদানি বিশ্বের ধনীর লিস্টে অনেকটাই ফের উপরে উঠে এসেছেন। হিন্ডেনবার্গের রিপোর্টের পর তিনি ৩৪ নম্বর স্থানে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে কয়েক দিনের মধ্যেই তিনি বড় প্রত্যাবর্তন ঘটিয়েছেন। আসুন দেখে নিই কত নম্বরে পৌঁছলেন তিনি।

গৌতম আদানির দুর্দান্ত Comeback, এক লাফে ফের পৌঁছলেন এত নম্বরে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Mar 2023,
  • अपडेटेड 12:33 PM IST
  • গৌতম আদানির দুর্দান্ত Comeback
  • এক লাফে ফের পৌঁছলেন এত নম্বরে
  • ব্য়বধান কমলো ১২ ধাপ

Goutam Adhani Huge Comebeck: গৌতম আদানির উপরে হিন্ডেনবার্গের ছায়া এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে।  আদানি নিজেরাও জোরদার কামব্যাক করছেন। শেয়ারে গত সপ্তাহে যে তেজি দেখা গিয়েছিল, তার কারণে নেটওয়ার্কে যে মুনাফা হয়েছে, তার কারণে আদানি বিশ্বের ধনীর লিস্টে অনেকটাই ফের উপরে উঠে এসেছেন। হিন্ডেনবার্গের রিপোর্টের পর তিনি ৩৪ নম্বর স্থানে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে কয়েক দিনের মধ্যেই তিনি বড় প্রত্যাবর্তন ঘটিয়ে ফের ১২ ধাপ উপরে জায়গায় চলে এসেছেন।

আরও পড়ুনঃ ক্রিকেট পে চর্চা! মোদীর সঙ্গে যখন রথে চড়ে স্টেডিয়ামে ঢুকলেন অস্ট্রেলিয়ার PM

৫৪ আরব ডলারে পৌঁছেছে নেটওয়ার্থ

ব্লুমবার্গ বিলিয়ানিয়ারস ইন্ডেক্স এর বক্তব্য অনুযায়ী গৌতম আদানির সম্পত্তি গত ২৪ ঘন্টায় ১.৯৭ আরব ডলার বেড়ে নেটওয়ার্থ ৫৪ আরব ডলারে পৌঁছে গিয়েছে। এই সম্পত্তির সঙ্গে আরবপতিদের লিস্টে উপরে চড়ে তিনি ২২ নম্বর জায়গায় পৌঁছে গিয়েছেন। তাঁর সম্পত্তি কমে ৩৭.৭ আরব ডলার হয়ে গিয়েছিল এবং ৩৪ নম্বর জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন।

এক মাসে ঝড়ের গতিতে পড়েছিল শেয়ার

জানা গিয়েছে যে গত ২৪ জনুয়ারি আমেরিকার রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গ, আদানি গ্রুপকে নিয়ে নিজের রিপোর্ট পাবলিশ করেছিল। এতে জারি হওয়ার তিনি আদানির সাম্রাজ্যে উথালপাতাল শুরু হয় এবং লগ্নিকারীদের সেন্টিমেন্টের প্রভাব শেয়ার বাজারে পড়ে এবং একের পর এক শেয়ারের দাম পড়তে থাকে। এক মাসের মধ্যে আদানির শেয়ার ২৫ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত পড়ে যায় এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ১২ লক্ষ কোটি টাকা পড়ে ১০০ আরব ডলারের নিচে চলে গিয়েছিল।

তিন শেয়ারে আজকেও আপার সার্কিট

আদানি নেটওয়ার্কের এই দ্রুততা এক সপ্তাহের মধ্যে তার কোম্পানির শেয়ারে আসা উত্থানের কারণে দেখতে পাওয়া গিয়েছে। যেখানে বুধবার আদানির ৫ শেয়ারে আপার সার্কিট লেগেছিল, সেখানে অন্য সমস্ত সবুজ সংকেতে বন্ধ হয়েছে। সেখানে বৃহস্পতিবার শেয়ার বাজার চলাকালীন তিন শেয়ারে আপার সার্কিট ধরে আধুনিক গ্রিন এনার্জি লিমিটেড ৫ পার্সেন্ট বেড়ে ৬৫০.২০ টাকা, আদানি টোটাল গ্যাস লিমিটেড ৫.০০% উত্থানের সঙ্গে ৯০৪.৪০ টাকা এবং আদানি ট্রান্সমিশন লিমিটেড ও ৫.০০ পার্সেন্ট উত্থানের সঙ্গে ৮৬১.১ টাকা তে ব্যবসা বন্ধ হয়েছিল।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement