দেশের বিভিন্ন ব্যাংকে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ৪৮ হাজার কোটিরও বেশি টাকা। অর্থাৎ এই টাকার কোনও দাবিদার নেই। দেশের আটটি রাজ্যে সবচেয়ে বেশি Unclaimed Money জমা হয়েছে। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই অর্থের দাবিদারদের খুঁজে বের করতে পদক্ষেপ শুরু করেছে।
প্রতিবছরই বাড়ছে দাবিদারহীন অর্থ
পিটিআই-এর মতে, বিভিন্ন ব্যাঙ্কে জমা এই দাবিহীন অর্থের পরিমাণ বছরের পর বছর ধরে বাড়ছে। গত আর্থিক বছরে এর পরিমান ছিল ৩৯,২৬৪ কোটি টাকা, যা FY২২-এ বেড়ে ৪৮,২৬২ কোটি টাকা হয়েছে। এক্ষেত্রে যে রাজ্যগুলিতে এই ধরনের অর্থ সবচেয়ে বেশি রয়েছে, সেগুলির ওপরেই বিশেষ নজর রাখতে চলেছে আরবিআই।
আরবিআই-এর নজরে এই রাজ্যগুলি
কেন্দ্রীয় ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, দাবিহীন অর্থের বেশির ভাগই রয়েছে তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, বাংলা, কর্ণাটক, বিহার, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ব্যাঙ্কগুলিতে।
কেন্দ্রীয় ব্যাংক নিয়ম নির্ধারণ করেছে
দাবিহীন অর্থের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নিময় রয়েছে তা হল, গত ১০ বছরে যে অ্যাকাউন্টগুলির কোনও দাবিদার সামনে আসেননি, সেগুলির তালিকা তৈরি করতে হবে। তাতে অ্যাকাউন্ট হোল্ডারদের নাম ও ঠিকানা থাকতে হবে। আর সেই তালিকা আপলোড করতে হবে ব্যাঙ্কের ওয়েবসাইটে।
RBI-এর উদ্দেশ্য
এই পদক্ষেপের উদ্দেশ্যে হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, সারাদেশের ব্যাঙ্কগুলিতে জমা থাকা এই ধরনের দাবিহীন অর্থের আমানতকারী বা মৃত আমানতকারীদের নমিনি কিংবা আইনত উত্তরাধিকারী সনাক্ত করে তাঁদের অর্থের দাবি করতে সহায়তা করা।
আরও পড়ুন - সাধনা! খাড়াই পাহাড়ে হেঁটেই তরতরিয়ে উঠছেন সাধু, SHOCKING VIDEO