Advertisement

১ ফেব্রুয়ারি বদলে যাচ্ছে এই নিয়ম, আপনি জানেন তো?

পয়লা ফেব্রুয়ারি থেকে IMPS Rate-এ পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত IMPS-এ কোনও চার্জ নেবে না স্টেট ব্যাঙ্ক। আরবিআই IMPS-এর লিমিট বাড়িয়ে ৫ লক্ষ করার পর ব্যাঙ্কও তা বাড়িয়ে একই করে দিয়েছে। এই বিষয়ে এসবিআই জানিয়েছে, যদি কোনও গ্রাহক ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত IMPS করান, তাহলে তার কোনও শুল্ক লাগবে না। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Jan 2022,
  • अपडेटेड 4:11 PM IST
  • IMPS Rate-এ পরিবর্তন আনছে এসবিআই
  • নয়া নিয়ম লাগু ১ ফেব্রুয়ারি থেকে
  • ওই দিনই পেশ কেন্দ্রীয় বাজেট

ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়ে কোনও নিয়ম বা হারের পরিবর্তন হলে তার প্রভাব বহু মানুষের ওপর পড়ে। এছাড়া রেল ও পোস্ট অফিস সংক্রান্ত নিয়ম এবং এলপিজি গ্যাসের দামের পরিবর্তনও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কারণেই এই সমস্ত ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হলে তা মাসের প্রথম দিন থেকে লাগু হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আসতে চলেছে এমনই কিছু পরিবর্তন। জেনে নেওয়া যাক সেগুলি কী কী। 

SBI-এর IMPS নিয়মে পরিবর্তন
পয়লা ফেব্রুয়ারি থেকে IMPS Rate-এ পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত IMPS-এ কোনও চার্জ নেবে না স্টেট ব্যাঙ্ক। আরবিআই IMPS-এর লিমিট বাড়িয়ে ৫ লক্ষ করার পর ব্যাঙ্কও তা বাড়িয়ে একই করে দিয়েছে। এই বিষয়ে এসবিআই জানিয়েছে, যদি কোনও গ্রাহক ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত IMPS করান, তাহলে তার কোনও শুল্ক লাগবে না। 

এসবিআই আরও জানিয়েছে, যদি কোনও গ্রাহক ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে IMPS করায় তাহলে তাঁর আগের শুল্কই বজায় থাকবে। সেই অনুযায়ী, ব্যাঙ্কের শাখায় ১,০০০ টাকা পর্যন্ত IMPS-এ কোনও শুল্ক দিতে হবে না। তবে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত IMPS-এ ২ টা ও জিএসটি, দশ হাজার থেকে এক লক্ষ টাকার IMPS-এ ৪ টাকা ও জিএসটি, এক লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত IMPS-এ ১২ টাকা ও জিএসটি এবং ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার নয়া ধাপে ২০ টাকা ও জিএসটি দিতে হবে। 

LPG Cylinder Price : দেশের বহু মানুষ রান্নার গ্যাস ব্যবহার করেন। তাই এটির দামের দিকেও নজর থাকে মানুষের। প্রতিমাসের ১ তারিখে ডেমেস্টিক ও কমার্শিয়াল সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়। বর্তমানে কলকাতায় নন-সাবসিডাইসড সিলিন্ডারের দাম ৯২৬ টাকা এবং কমার্শিয়াল সিলিন্ডারের দাম ২,০৭৬ টাকা। প্রসঙ্গত আগামী ১ তারিখই ২০২২-২৩ সালের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

আরও পড়ুন'কাঁচা বাদাম' এবার মার্কিন মুলুকে, বাংলা গানে নেচে ভাইরাল এই ব্যক্তি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement