Advertisement

OLX-এ ঠকলে দায় গ্রাহকের, সংস্থাকে স্বস্তি দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে পরিবর্তন করে Olx-কে স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, যদি এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার সময় কোনওরকম প্রতারণার ঘটনা ঘটে তাহলে তার তদন্তের জন্য সংস্থাকে কোনও অর্থ দিতে হবে না। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এবার খারিজও করে দিল। 

সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Mar 2022,
  • अपडेटेड 3:32 PM IST
  • সুপ্রিম কোর্টে স্বস্তি ওএলএক্স-এর
  • প্রতারিত হলে দায় গ্রাহকের
  • স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের

কোনও গ্রাহক যদি Olx থেকে কেনাকাটা করে প্রতারিত হন তাহলে সেটির দায় গ্রাহকের। এক মামলায় এভাবেই Olx-কে বড়সড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। 

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে পরিবর্তন করে Olx-কে স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, যদি এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার সময় কোনওরকম প্রতারণার ঘটনা ঘটে তাহলে তার তদন্তের জন্য সংস্থাকে কোনও অর্থ দিতে হবে না। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এবার খারিজও করে দিল। 

হাইকোর্ট যে আদেশ দিয়েছিল...
পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যদি  Olx-এর অ্যাপ বা ওয়েবাসাইট থেকে কেনাকাটাকে কেন্দ্র করে কোনও প্রতারণা ঘটনা ঘটে তাহলে তদন্তের খরচ দিতে হবে সংস্থাকে। এই ধরনের ঘটনায় সংস্থাকে প্রতি এফআইআর-এ ২৫ হাজার টাকা খরচ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গতবছর ডিসেম্বরে এই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 

আরও পড়ুন

প্রসঙ্গত Olx হল একটি অনলাইন প্ল্যাটফর্ম। মূলত পুরনো বা সেকেন্ড হ্যান্ড সামগ্রী কেনাবেচার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের ব্যবহার হয়। 

 

Read more!
Advertisement
Advertisement