Advertisement

শিক্ষা-দীক্ষা

Reopen School: স্কুল খোলার দাবিতে সাইকেলে চেপে প্রচারে নেমেছেন শিক্ষক

ভাস্কর মুখোপাধ্যায়
  • বোলপুর,
  • 25 Jan 2022,
  • Updated 8:23 PM IST
  • 1/10

Reopen School: স্কুল খোলার দাবিতে সাইকেল ভ্রমণে স্কুল শিক্ষকের। তিনি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন। 

আরও পড়ুন: IT Return নিয়ে দু'টি বড় সিদ্ধান্ত, লাভ হবে করদাতাদের

  • 2/10

স্কুল খোলা (Reopen School)-র দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আর্কষণ করতে দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থেকে দার্জিলিং পর্যন্ত সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন এক শিক্ষক। তাঁর নাম পাপ্পু রায়। গত ২০ জানুয়ারি সাইকেল যাত্রা শুরু করেছেন পাপ্পু । বর্তমানে রয়েছেন বীরভূমে। 

আরও পড়ুন: Omicron ঠেকাতে তৎপর রাজ্য, একগুচ্ছ পরিকল্পনা

  • 3/10

তাঁর লক্ষ্য হল দার্জিলিং অর্থাৎ পাহাড়ে পৌঁছে যাওয়া। তিনি তাঁর এই সাইকেল যাত্রার মধ্য দিয়ে তুলে ধরতে চান স্কুল খোলার দাবি-দাওয়া।

আরও পড়ুন: UPSC Civil Services 2020 : সফল প্রার্থীরা কী করে প্রস্তুতি নিয়েছিলেন, জানুন

  • 4/10

স্কুল খোলার জন্য যাতে সরকার দৃষ্টিপাত করে সে জন্য তিনি দীর্ঘ দুই হাজার কিলোমিটারের বেশি সাইকেল যাত্রা করতে চাইছেন। 

আরও পড়ুন: কলকাতা ফিল্ম ফেস্টিভ্য়ালে থাকছে তাঁর সিনেমা, কেন এখনও অটুট কলকাতার গদার-প্রেম

  • 5/10

দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাব পড়ছে। টিভি দেখে ও মোবাইল ব্যবহার করে সময় ব্যয় করছে এবং যার দরুন তারা লেখাপড়ার অভ্যাস থেকে দূরে চলে যাচ্ছে। 

আরও পড়ুন: মোবাইলে চার্জ শেষ? যাতাযাতের সময় মেট্রোই দেবে পাওয়ার ব্য়াঙ্ক

  • 6/10

যদিও শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছে। তবুও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের অভাব নিছক অনলাইন ক্লাসে পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ব্রণ মামুলি নয়, হতে পারে বড়সড় অসুস্থতার লক্ষণ, কী ধরনের অসুখ?

  • 7/10

সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের ওপর এবং করোনার এ দুঃসময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা। 

 

  • 8/10

আবার দীর্ঘ বিরতির পর নতুন করে লেখাপড়ায় মনোনিবেশ করা ছাত্রছাত্রীদের পক্ষে একটু কঠিন হবে।

  • 9/10

তিনি এর আগেও বিভিন্ন সামাজিক এবং সমাজকে রক্ষা করার জন্য সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি এই সাইকেল যাত্রার সময় কখনও টেন্ট করে রাত যাপন করছেন, আবার কখনও কোনও সরকারি নিবাসে রাত কাটাচ্ছেন।

 

  • 10/10

তিনি মনে করেন, স্কুল দ্রুত খুলে দেওয়া দরকার। কারণ স্কুল বন্ধ থাকলে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে। সব থেকে ক্ষতিগ্রস্থ হবে শিশু শিক্ষা।

Advertisement
Advertisement