জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য আবেদনপত্র চাইছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। আবেদনে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট bro.gov.in-এ গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। গত ১৩ অগাস্ট এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।
মোট ২৪৬টি শূন্যপদে নিয়োগ করবে বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)। একনজরে দেখে নেওয়া যাক কোন পদে রয়েছে কতগুলি ভ্যাকান্সি-
ড্রাফটসম্যান - ১৪টি পদ
সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন) - ৭টি পদ
স্টোর সুপারভাইজার - ১৩টি পদ
সুপারভাইজার সাইফার - ৯টি পদ
হিন্দি টাইপিস্ট - ১০টি পদ
অপারেটর (যোগাযোগ) - ৩৫টি পদ
ইলেকট্রিশিয়ান - ৩০টি পদ
ওয়েল্ডার - ২৪টি পদ
মাল্টি স্কিলড ওয়ার্কার (ব্ল্যাক স্মিথ) - ২২টি পদ
মাল্টি স্কিলড ওয়ার্কার (কুক) - ৮২টি পদ
কারা করতে পারবেন আবেদন?
ড্রাফটসম্যান পদের জন্য দ্বাদশ পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে অন্যান্য পদের জন্য প্রার্থীদের স্নাতক পাশ আবশ্যিক। লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে প্রার্থীদের। আবেদনের শুল্ক ৫০ টাকা। অন্যান্য আরও তথ্যের জন্য আবেদনকারীদের বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন - নয়া Aadhar Card হোক বা আপডেট, সহজে পরিষেবা দিতে UIDAI-এর বড় পদক্ষেপ