Advertisement

Interview Questions : সহবাস ছাড়াই ডিম পাড়ে কোন প্রাণী? জানুন উত্তর

চাকরির ইন্টারভিউতে চাকরি প্রার্থীর জ্ঞানের পাশাপাশি তাঁর উপস্থিত বুদ্ধিও পরীক্ষা করে দেখা হয়। অনেক সময়ইে ইন্টারভিউতে খুব সহজ কিছু প্রশ্ন ঘুরিয়ে ধরা হয় (Government Jobs Interview Questions)। আর সেগুলিরই উত্তর দিতে পারেন না চাকরি প্রার্থীরা। পরীক্ষার্থীদের ধারনা দেওয়ার জন্য এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Apr 2022,
  • अपडेटेड 2:32 PM IST
  • ইন্টারভিউ পাশ করলে তবেই মেলে সরকারি চাকরি
  • ইন্টারভিউতে ধরা হয় বিবিধ প্রশ্ন
  • পরীক্ষা করে দেখায় হয় প্রার্থীর উপস্থিত বুদ্ধিও

Interview Tricky Questions : সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন ধাপ হল ইন্টারভিউতে পাশ করা। কারণ ইন্টারভিউতে চাকরি প্রার্থীর জ্ঞানের পাশাপাশি তাঁর উপস্থিত বুদ্ধিও পরীক্ষা করে দেখা হয়। অনেক সময়ইে ইন্টারভিউতে খুব সহজ কিছু প্রশ্ন ঘুরিয়ে ধরা হয় (Government Jobs Interview Questions)। আর সেগুলিরই উত্তর দিতে পারেন না চাকরি প্রার্থীরা। পরীক্ষার্থীদের ধারনা দেওয়ার জন্য এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল। 

প্রশ্ন - কোন প্রাণীর পুরুষ ও স্ত্রী, উভয়ের সন্তানকে দুধ পান করায়?
উত্তর - পায়রা হল এই ধরণের প্রাণী। তবে এরা সন্তানদের জন্য খুবই কম পরিমান দুধ উৎপন্ন করে। গলার নিচের দিকে দুধ উৎপন্ন করে পুরুষ ও স্ত্রী পায়রা। তারপর সন্তানকে সেই দুধই পান করায়। 

প্রশ্ন - সহবাস না করেই ডিম দেয় কোন প্রাণী?
উত্তর - টার্কি (Turkey) সঙ্গম ছাড়াই ডিম দিতে পারে এবং তাতে স্বাভাবিক বাচ্চার জন্মও হয়।

প্রশ্ন - দিল্লী কবে ভারতে রাজধানী হয়?
উত্তর - ১৯১১ সালে।

প্রশ্ন - লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?
উত্তর - নাইট্রাস অক্সাইডস।

প্রশ্ন - DM-এর কাছে কোন আইনি অধিকার থাকে?
উত্তর - জেলায় ১৪৪ ধারা জারি করার অধিকার।

প্রশ্ন - মাউন্ট এভারেস্টে যাওয়া প্রথম মহিলার নাম কী?
উত্তর - জনকো তবি।

আরও পড়ুনচাকরির সুবর্ণ সুযোগ, বেতন ৯০ হাজার টাকা পর্যন্ত; এখনই আবেদন করুন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement