Advertisement

Indian Railway Recruitment 2021 : রেলে গ্র্যাজুয়েট এবং অন্যদের চাকরি, ইন্টারভিউয়েই বাছাই

Indian Railway Recruitment 2021: পিজি শিক্ষক (ইংরেজি) পদের জন্য আবেদন করার সময় প্রার্থীদের ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি তাঁদের বিএড-ও হতে হবে।

রেলে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 24 Nov 2021,
  • अपडेटेड 4:43 PM IST
  • ফের একবার ভারতীয় রেলে চাকরির সুযোগ
  • এবার মধ্য রেলে এই রাস্তা খুলতে চলেছে
  • সেখানে পিজিটি, টিজিটি এবং প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে

Indian Railway Recruitment 2021: ফের একবার ভারতীয় রেল (Indian Railway)-এ চাকরির সুযোগ। এবার মধ্য রেলে এই রাস্তা খুলতে চলেছে। সেখানে পিজিটি, টিজিটি এবং প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে। আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।

আগ্রহীরা ২৫, ২৬ এবং ২৭ নভেম্বর আয়োজিত ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন। এ ব্যাপারে সব তথ্য সরকারি ওয়েবসাইট cr.indianrailways.gov.in থেকে পাওয়া যাবে। সেখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধান-ধনুক আর নাচ-গানে বাংলার মেয়েদের কার্তিক পুজো, লোকগানে লুকিয়ে সে ইতিহাস

সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২১ (Central Railway Recruitment), কোন পদে কতজনকে নিয়োগ-

  • ইংরেজির জন্য পিজি শিক্ষক- ০১ পদ
  • অর্থনীতিতে পিজি পিজি শিক্ষক- ০১ পদ
  • বিজনেস স্টাডিজে টিজি শিক্ষক- ০১ পদ
  • বিজ্ঞান বিষয়ে টিজি শিক্ষক- ০১ পদ
  • কম্পিউটার বিষয়ে টিজি শিক্ষক- ০১ পদ
  • সামাজিক বিজ্ঞানে টিজি শিক্ষক- ০১ পদ
  • ইংরেজিতে টিজি শিক্ষক- ০২ পদ
  • প্রাথমিক শিক্ষক- ০২ পদ

আরও পড়ুন: জাতীয় পতাকায় পরিবর্তন চেয়েছিলেন সত্যজিৎ, কারণ জানেন?

শিক্ষার যোগ্যতা
পিজি শিক্ষক (ইংরেজি) পদের জন্য আবেদন করার সময় প্রার্থীদের ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি তাঁদের বিএড-ও হতে হবে। অর্থনীতিতে পিজি শিক্ষকের জন্য প্রার্থীর অর্থনীতিতে এমএ থাকতে হবে। এবং বিএড করা থাকতে হবে।

প্রাথমিক টিচার পদের জন্য আবেদন করতে প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি ২ বছরের ডিএড থাকতে হবে। শিক্ষার যোগ্যতা সম্পর্কে পুরো জানতে সরকারি নোটিফিকেশন দেখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ
ওয়াক-ইন-ইন্টারভিউ- ২৫ নভেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (পিজি শিক্ষকের জন্য)
ওয়াক-ইন-ইন্টারভিউ- ২৬ নভেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (টিজি শিক্ষকের জন্য)
ওয়াক-ইন-ইন্টারভিউ- প্রাথমিক শিক্ষকের জন্য, ২ নভেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত

Advertisement

আগ্রহীরা নিজেদের সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউতে যোগ দিতে পারেন।

সরকারি নোটিফিকশনের জন্য এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement