শুরু হয়ে গেলে আইটিবিপি-র সাব ইন্সপেক্টর (স্টাফ নার্স) পদে নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা ITBP-র ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আইটিবিপিতে মোট ১৮ জন স্টাফ নার্স নেওয়া হবে। আবেদন, নির্বাচন এবং নিয়োগের গোটা প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতেই তথ্য পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।
কারা আবেদন করতে পারেন?
কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। তবে প্রার্থীদের জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছর।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের মনে রাখতে হবে, শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, স্কিল টেস্ট এবং বিশদ মেডিক্যাল পরীক্ষা/ পর্যালোচনার মাধ্যমেই বেছে নেওয়া হবে প্রার্থীদের।
আবেদন শুল্ক
এই পদে আবেদনের জন্য ২০০ টাকার ফি দিতে হবে। তবে মহিলা প্রার্থী, প্রাক্তন সেনা কর্মী, SC/ST প্রার্থীদের কোনও আবেদন শুল্ক দিতে হবে না। আবেদনের আগে, প্রার্থীদের বিজ্ঞপ্তি ও অন্যান্য সমস্ত তথ্য অবশ্যই দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।
এখানে ক্লিক করে করুন আবেদন।
আরও পড়ুন - 'শিক্ষা রত্ন' প্রাক্তন হেডস্যরের ঝুলন্ত দেহ, 'পেনশন পাননি,' দাবি স্ত্রীর