Advertisement

IRCON Recruitment 2022 : রেলে ইঞ্জিনিয়ার-ম্যানেজার পদে একগুচ্ছ চাকরি, কীভাবে আবেদন?

IRCON Recruitment 2022: ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড বা ইরকন ইন্টারন্যাশনাল (IRCON)-এ একগুচ্ছ পদে নিয়োগ করা হবে। সে ব্য়াপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইরকনে একগুচ্ছ পদে নিয়োগ করা হবে (প্রতীকী ছবি)ইরকনে একগুচ্ছ পদে নিয়োগ করা হবে (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2022,
  • अपडेटेड 8:39 PM IST
  • কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ এসেছে
  • ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড বা ইরকন ইন্টারন্যাশনাল (IRCON)-এ একগুচ্ছ পদে নিয়োগ করা হবে
  • এটি রেলের অন্তর্গত একটি সংস্থা

IRCON Manager and Engineer Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ। ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড বা ইরকন ইন্টারন্যাশনাল (IRCON)-এ একগুচ্ছ পদে নিয়োগ করা হবে। সে ব্য়াপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ম্য়ানেজার, সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার, সেফটি ইঞ্জিনিয়ার, সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার-সহ আরও অনেকগুলো পদে নিয়োগ করা হবে। এটি রেলের অন্তর্গত একটি সংস্থা।

শূন্যপদের বিবরণ

  • ম্যানেজার/ব্রিজ - ০৪টি পদ
  • ম্যানেজার/আর্থ ওয়ার্ক - ০৪টি পদ
  • ম্যানেজার/সিভিল - ০৮টি পদ
  • ম্যানেজার/জেনারেল - ০১ পদ
  • ম্যানেজার/লিগ্যাল - ০১ পদ
  • ম্যানেজার/এসএন্ডটি - ০৬ পদ
  • ওয়ার্কস ইঞ্জিনিয়ার/এসএন্ডটি - ২১টি পদ
  • সিনিয়র ওয়ার্ক ইঞ্জিনিয়ার/সার্ভে - ০২টি পদ
  • সেফটি ইঞ্জিনিয়ার/ - ০২টি পদ
  • সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার/কোয়ালিটি - ০১টি পদ

আরও পড়ুন: হাতে এই ৩ রেখার ট্রায়াঙ্গল জানায় আপনি বড়লোক হবেন কিনা, দেখুন নিজের হাত

আরও পড়ুন

এক একটি পদের জন্য এক এক রকমের শিক্ষার যোগ্যতা, কাজের অভিজ্ঞতা লাগবে। সে ব্য়াপারে সরকারি বিজ্ঞাপনে সব রয়েছে। প্রার্থীদের কাছে আর্জি জানানো হয়েছে, আবেদন করার আগে সেগুলো ভাল করে দেখে নিতে হবে। 

ম্যানেজার পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। ইঞ্জিনিয়ার পদের জন্য নির্বাচিত প্রার্থীকে ৪০ হাজার টাকা বেতন স্কেল দেওয়া হবে। 

বাছাইয়ের পদ্ধতি 
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ভার্চুয়াল মোড ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিড কথন নেওয়া হবে, যোগ্য প্রার্থীদের সে ব্য়াপারে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের আগে সংশ্লিষ্ট প্রোজেক্ট সাইটে রেজিস্টার করতে হবে। সেই তালিকা সরকারি বিজ্ঞাপনে রয়েছে। এই প্রক্রিয়া একদিনের বেশি সময় ধরে চলতে পারে।


নিয়োগ সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে recruitment@ircon.org-এই ইমেল আইডি-তে মেল করতে হবে।

সরকারি ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।

সরকারি বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement
Advertisement