Advertisement

JEE Main Session 1 Postponed : JEE Main Session 1 পরীক্ষার দিনক্ষণ বদল, রইল পরিবর্তিত সূচি

প্রথমে 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত পরীক্ষা আয়োজিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে 21, 24, 25, 29 এপ্রিল এবং 01 ও 04 মে-তে। এই বিষয়ে NTA জানিয়েছে, বেশকিছু বোর্ডের পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার দিন একই হয়ে যাচ্ছিল। তাই পরীক্ষার্থীদের দাবিকে মাথায় রেখে দিনক্ষণ পরিবর্তন করা হচ্ছে। তবে শুধুমাত্র Session 1-এর পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 6:11 PM IST
  • পিছিয়ে গেল জেইই মেইন পরীক্ষা
  • ঘোষণা হল নয়া সূচি
  • পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ

জেইই মেইন 2022-এর পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর পরীক্ষা দেবেন, তাঁদের অবিলম্বে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। Session 1-এর পরীক্ষআর দিনক্ষণ পরিবর্তন করেছে NTA। এই সংক্রান্ত নোটিশে রিভাইসড ডেটও দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। 

প্রথমে 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত পরীক্ষা আয়োজিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে 21, 24, 25, 29 এপ্রিল এবং 01 ও 04 মে-তে। এই বিষয়ে NTA জানিয়েছে, বেশকিছু বোর্ডের পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার দিন একই হয়ে যাচ্ছিল। তাই পরীক্ষার্থীদের দাবিকে মাথায় রেখে দিনক্ষণ পরিবর্তন করা হচ্ছে। তবে শুধুমাত্র Session 1-এর পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। 

প্রসঙ্গত,  JEE Main 2022-এর সূচি ঘোষণার পর থেকেই সেটিকে পরিবর্তনের দাবি জানাচ্ছিলেন পরীক্ষার্থীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, বেশকিছু বোর্ডের পরীক্ষার JEE Main-এর সঙ্গে একই দিনে পড়েছে। তার জন্যই এই দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। 

পরীক্ষার সিটি ইন্টিমেশন এপ্রিলের প্রথম সপ্তাহে এবং অ্যাডমিট কার্ড দ্বিতীয় সপ্তাহে জারি করা হবে। লগ-ইন ডিটেল্সের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাবেন পরীক্ষার্থীরা। অন্যান্য সমস্ত আপডেটের জন্য jeemain.nta.nic.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। 

আরও পড়ুনEPFO-তে সুদ কমেছে, নয়া হারে পেমেন্ট কবে পাবেন গ্রাহকরা?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement