Advertisement

WB Police Recruitment 2021: ৯৭২০ পোস্ট ৮২ হাজার টাকা পর্যন্ত বেতন

যোগ্য়তা আছে অথচ চাকরি নেই ! পুলিশে চাকরি করতে চান, অথচ ভ্যাকেন্সি নেই ! অবশেষে রাজ্য়ের যুবক-যুবতীদের জন্য় সুখবর। নিয়োগের সুযোগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে। WB Police Recruitment board-এর তত্বাবধানে প্রায় ১০ হাজার পোস্টে যোগ্য় ব্যক্তি নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা wbpolice.gov.in.ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2021,
  • अपडेटेड 12:50 PM IST
  • রাজ্য়ের যুবক-যুবতীদের জন্য় সুখবর।
  • নিয়োগের সুযোগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে।
  • WB Police Recruitment board-এর তত্বাবধানে প্রায় ১০ হাজার পোস্টে যোগ্য় ব্যক্তি নেওয়া হবে।

যোগ্য়তা আছে অথচ চাকরি নেই ! পুলিশে চাকরি করতে চান, অথচ ভ্যাকেন্সি নেই ! অবশেষে রাজ্য়ের যুবক-যুবতীদের জন্য় সুখবর। নিয়োগের সুযোগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে। WB Police Recruitment board-এর তত্বাবধানে প্রায় ১০ হাজার পোস্টে যোগ্য় ব্যক্তি নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা wbpolice.gov.in.ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

পোস্টের বিবরণ

সাব ইনস্পেকটর-৯৩৮
লেডি সাব ইনস্পেকটর-১৫০
কনস্টেবল-৭৪৪০
লেডি কনস্টেবল-১১৯২

গুরুত্বপূর্ণ দিন

আবেদনের দিন- ২২জানুয়ারি ২০২১
আবেদনের শেষ দিন-২০ ফেব্রুয়ারি ২০২১

যোগ্য়তা

কনস্টেবল পদে আবদনের জন্য় প্রার্থীকে কমপক্ষে মাধ্য়মিক পাশ হতে হবে। সাব ইনস্পেকটার পদে আবেদনের জন্য় প্রার্থীকে কোনও ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়া বাধ্য়তামূলক। 

বয়স

কনস্টেবল পদের জন্য় আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছর
সাব ইনস্পেকটর পদের জন্য় আবেদনকারীকে ২০-২৭ বছর বয়স হতে হবে

আবেদনের জন্য় মূল্য়

জেনারেল ক্যাটিগরি কনস্টেবল পোস্ট- ১৭০টাকা
জেনারেল ক্যাটিগরি সাব ইনস্পেকটর পোস্ট- ২৭০টাকা
সংরক্ষিত ক্যাটিগরির জন্য়- ২০টাকা

পে স্কেল

পুলিশ কনস্টেবল পদের জন্য়-২২,৭০০টাকা থেকে ৫৮,৫০০টাকা
৩২,১০০-৮২,৯০০

সিলেকশন পদ্ধতি

প্রত্যেক চাকরি প্রত্যাশীকেই একটি লিখিত পরীক্ষা দিতে হবে। পরবর্তীকালে শারীরিক সক্ষমতার পরীক্ষা ছাড়াও ইন্টারভিউ সেশন পার করলেই তবে পাওয়া যাবে চাকরি।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement