Advertisement

Optical Illusion Pictures Puzzles : ছবিতে একটি টেডি বিয়ার রয়েছে, ১০ সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস

প্রতিবেদনে যে ছবিতে রয়েছে, তাতে বেশকিছু গাছপালা দেখা যাচ্ছে। আর তার সামনে দৌড়তে দেখা যাচ্ছে ৬টি ছেলেমেয়েকে। প্রত্যেকটি ছেলেমেয়েই খুব এনার্জি নিয়ে দৌড়চ্ছে, এবং রেসে জেতার চেষ্টা করছে। তবে এই ৬টি ছেলেমেয়ে ছাড়া ছবিতে আরও একজন রয়েছে। সে সরাসরি রেসে অংশ না নিলেও কোনও একজনের সঙ্গে দৌড়ে সামিল হয়েছে। আর সে রয়েছেও একদম চোখের সামনে। তবে আপনি হয়ত দেখতে পাচ্ছেন না। 

Optical Illusions
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Jan 2023,
  • अपडेटेड 8:55 PM IST
  • ছবিটি পর্যবেক্ষণ করুন
  • টেডি বিয়ার দেখতে পেলেন?
  • রইল খোঁজার চ্যালেঞ্জ

ছোটবেলায় আমরা অনেকেই এমন একটা খেলা খেলেছি, যেখানে কোনও ছবির মধ্যে লোকানো অন্য কোনও জিনিস খুঁজে বের করতে হত। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও (Social Media) এই ধরনের অনেক ছবি দেখা যায়। ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে এমন অনেক ছবি অনেক সময়ই আমাদের নজরে আসে। আর সেইসমস্ত ছবিতে দেওয়া পাজল সলভ করতেও আমাদের বেশ ভাল লাগে। 

যদি আপনারও অপটিক্যাল ইলিউশান যুক্ত ছবিতে দেওয়া পাজল সলভ (Optical Illusion Pictures Puzzles) করতে ভাল লাগে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ এই প্রতিবেদনে তেমনই একটি ছবি রয়েছে। আর আপনার দৃষ্টি তীক্ষ্ণ হলে ছবিতে দেওয়া পাজল সলভ করুন। 

ছবিতে কী আছে?
প্রতিবেদনে যে ছবিতে রয়েছে, তাতে বেশকিছু গাছপালা দেখা যাচ্ছে। আর তার সামনে দৌড়তে দেখা যাচ্ছে ৬টি ছেলেমেয়েকে। প্রত্যেকটি ছেলেমেয়েই খুব এনার্জি নিয়ে দৌড়চ্ছে, এবং রেসে জেতার চেষ্টা করছে। তবে এই ৬টি ছেলেমেয়ে ছাড়া ছবিতে আরও একজন রয়েছে। সে সরাসরি রেসে অংশ না নিলেও কোনও একজনের সঙ্গে দৌড়ে সামিল হয়েছে। আর সে রয়েছেও একদম চোখের সামনে। তবে আপনি হয়ত দেখতে পাচ্ছেন না। 

ছবিতে কী খুঁজতে হবে?
ছবিতে একটি টেডি বিয়ার খুঁজতে হবে আপনাকে। আপনি কি সেটি দেখতে পাচ্ছেন? যদি না পেয়ে থাকে তাহলে আপনাকে একটি ক্লু দেওয়া যেতে পারে। আর সেটি হল, টেডি বিয়ারটি বাদামী রঙের। এবার কি খুঁজে পেলেন? না পেলেও চিন্তা নেই। কারণ সেটি খুঁজতে আমরা আপনাকে সাহায্য করবো। 

Optical Illusions

জেনে নিন কোথায় রয়েছে টেডি বিয়ারটি
ছবিটি ভাল করে দেখুন। ছবির একদম ডানদিকে যে মেয়েটি রয়েছে, তার চুলের দিকে লক্ষ্য করুন, তাহলেই টেডি বিয়ারটি আপনার চোখে পড়বে। এবার নিশ্চয় আপনি দেখতে পেয়েছেন। এই ধরনের আরও মজার মজার প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In।

Advertisement

আরও পড়ুন - ইন্টারভিউ ছাড়াই কোল ইন্ডিয়ায় চাকরি, যোগ্য়তা দ্বাদশ পাশ, রইল আবেদনের Link

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement