Advertisement

Optical Illusions Pictures Quiz : দুটি ছবিতে রয়েছে ৫ পার্থক্য, ১০ সেকেন্ডে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ

এখানে যে ছবিটি রয়েছে সেখানে একটি মেয়েকে বসে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটির সামনে রয়েছে চায়ের কাপ। সেখান থেকে ধোঁয়া উঠছে। আর রয়েছে একটি টিয়া পাখি, যেটি মেয়েটির সামনে বসে রয়েছে। একনজরে হয়ত সবাই বলবেন যে, ছবি ২টি একই। তবে ভাল করে খুঁটিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এতে কতগুলি পার্থক্য রয়েছে। 

Optical Illusions
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Dec 2022,
  • अपडेटेड 11:51 AM IST
  • প্রায় একই দেখতে ২টি ছবি
  • রয়েছে কিছু সূক্ষ্ম পার্থক্য
  • খুঁজে দেখুন তো

সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিশ্চয় অনেক ধরনের গেমস খেলেছেন? সেখানে কখনও কোনও প্রশ্নের উত্তর দিতে হয়েছে, তো কখনও আবার কোনও ছবির মধ্যে ভুল খুঁজে বের করতে হয়েছে। আবার কখনও হয়ত ২টি ছবির মধ্যের পার্থক্যও খুঁজে বের করতে হয়েছে (Optical Illusion Pictures Puzzles)। এই প্রতিবেদনেও রয়েছে তেমনই ২টি ছবি, যেগুলি দেখতে প্রায় একইরকম। তবে সেগুলির মধ্যে রয়েছে কিছু সূক্ষ্ম পার্থক্য। আর সেই পার্থক্যগুলিই ১০ সেকেন্ডে খুঁজে বের করতে হবে আপনাকে। 

ছবিতে কী রয়েছে?
এখানে যে ছবিটি রয়েছে সেখানে একটি মেয়েকে বসে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটির সামনে রয়েছে চায়ের কাপ। সেখান থেকে ধোঁয়া উঠছে। আর রয়েছে একটি টিয়া পাখি, যেটি মেয়েটির সামনে বসে রয়েছে। একনজরে হয়ত সবাই বলবেন যে, ছবি ২টি একই। তবে ভাল করে খুঁটিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এতে কতগুলি পার্থক্য রয়েছে। 

যদি ইতিমধ্যেই ছবির পার্থক্যগুলি আপনি খুঁজে পেয়ে গিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে বলতে হয় আপনার দৃষ্টি খুবই গভীর। তবে যদি খুঁজে না পান, তাহলেও চিন্তা করার দরকার নেই। কারণ সেই পার্থক্যগুলি আমরা বলে দেব আপনাকে। 

Optical Illusions

এই হল পার্থক্য
প্রথমেই নজর দিন চায়ের কাপের ধোঁয়ার দিকে। দেখুন ২টি কাপের ধোঁয়ার রেখা দুই দিকে উঠেছে। এবার দেখুন মেয়েটি তার হাতগুলি ভাঁজ করে বসে রয়েছে। সেখানে তার ডান হাতের আঙুল একটি ছবিতে দেখা যাচ্ছে, কিন্তু অপর ছবিতে দেখা যাচ্ছে না। এবার মেয়েটির চুলের দিকে লক্ষ্য করুন। দেখবেন মেয়েটির চুলের ডানদিকে দেখুন, চুলের ভাঁজের পার্থক্য রয়েছে। এরপর টিয়া পাখিটির পাখার দিকে নজর দিন, সেখানেও পার্থক্য লক্ষ্য করতে পারবেন। আর সবশেষে পাখিটির মাথায় যে লাল ঝুটি রয়েছে, সেখানেও দেখুন দুটি পাখির ঝুটির পার্থক্য আপনার নজরে আসবে। এই হল ছবি দু'টির মধ্যে ৫টি পার্থক্য। এই রকম আরও অনেক মজার মজার প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In। 

Advertisement

আরও পড়ুন - শুধু চিনিই নয়, এই ৫ খাবারেও রয়েছে ডায়াবেটিসের ঝুঁকি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement