পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বৃহস্পতিবার এ কথা জানান। এদিন নবান্নে করোনার তৃতীয় ওয়েভ সামলানো নিয়ে বৈঠক করা হয়।
পরে তিনি বলেন, করোনার তৃতীয় ওয়েভ সামলানো নিয়ে বৈঠক করেছি। প্রথম, দ্বিতীয় ঢেউ সামলানো নিয়ে এই কমিটি খুব সাহায্য করেছে। চিকিৎসকদের, নার্স, আশা, গ্লোবাল এক্সপার্ট টিম সবাই সাহায্য করেছেন। ৬৫টি মিটিং করেছে। একমাত্র বাংলার জন্য গ্লোবাল কমিটি রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর পৌরহিত্যে ওই বৈঠকে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee), অভিজিৎ চৌধুররি প্রমুখ।
আরও পড়ুন: একরত্তির জন্য় রক্ত চাইতে গিয়ে বাবাকে শুনতে হল 'ছাগল'! অভিযুক্ত কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক
স্কুল-কলেজ খোলা নিয়ে
রাজ্য সরকার পুজোর পর স্কুল-কলেজ খোলার ব্যাপারে চিন্তাভাবনা করছে। এ ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, পুজোর পর আমরা চেষ্টা করব, একদিন অন্তর যদি স্কুল খোলা যায়। স্কুল-কলেজ, পুজোর ছুটির পর তা করার চেষ্টা হবে। এখন ডিটেলস বলতে চাননি তিনি। তিনি বলেন, আমি যদি সাংবাদিক হতাম, এটা নিয়ে ১০ পাতা লিখতে পারতাম।
টিকা নিয়ে কেন্দ্রকে আক্রমণ
টিকা নিয়ে তিনি বলেন, গুজরাত আমাদের থেকে অনেক ছোট রাজ্য। তবে আমাদের থেকে বেশি পেয়েছে। আমার তাতে আপত্তি নেই। জনসংখ্যার নিরিখে আমরা কম পেয়েছি। াইন দিয়ে পাচ্ছেন না। ৪০০ টোকেন দেওয়া হচ্ছে। লোক চলে আসছে ১০ হাজার। কেন্দ্র না দিলে আমরা কী করব।
পর পর যাতে পায়, সেই ব্যবস্থা করব। আমার থেকে গুজরাত হাফ স্টেট। সেখনে গুজরাতে কে দিয়েচে ২ কোটি ২৮ লক্ষ। আমাদের দিয়েছে ১ কোটি ৯৩ লক্ষ। গুজরাতে ৪ কোটি । আমাদের ১১ কোটি। কর্নাটকে ৭ কোটি জন, আমাদের থেকে অনেক বেশি টিকা পেয়েছে।
ফের মানুষকে সতর্ক করলেন
যে পেয়েছে আমাদের সমস্য়া নেই। প্রধানমন্ত্রীর কাছে আর্জি কোনও বৈষম্য করবেন না। আমরা এটা নিয়ন্ত্রণে এনেছি। যাঁরা পাননি, তাঁরা একটু ধৈর্য ধরুন। আমারা বাজার থেকে কিনতে পারছি না।
অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্যায় বলেন
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। তিনি বলেন, অক্সিজেনের সাপ্লাই, গানোর ব্যবস্থা করা হয়েছে। সবার কাছে আছে, এই খবরটা পৌঁছে দেওয়া। আগে আগে অসুখ ধরতে পারা যায়। দেরিতে চিকিৎসা শুরু হওয়া। কোয়াক চিকিৎসক, আশা- এঁদের সবার কাছে প্রশিক্ষণ আছে। চড়া হয়ে গেলে বাঁচানো যায় না।
এদিন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের জবাবে বলেন, গত বছর প্রোটোকল মানা হয়েছিল। সরকার মেনে চলেছিল। স্কুল-কলেজ খোলা নিয়ে তিনি বলেন, স্কুল-খোলা নিয়ে মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) বলবেন। আর তারপরই তিনি সে কথা জানান।