WBPSC Recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) বা ডব্লুবিপিএসসি (WBPSC)-তে একগুচ্ছ পদে নিয়োগ করা হবে। বেশির ভাগ পদই শিক্ষকতা সংক্রান্ত। সে ব্য়াপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সরকারি ওয়েবসাইটে।
সরকারি ওয়েবসাইটটি হল wbpsc.gov.in। সেখানে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এবং কে কোন পদে আবেদন করতে পারবেন, সে তথ্য মিলবে।
কোন কোন পদে নিয়োগ
আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ
আগে দেখে নিন
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) বা ডব্লুবিপিএসসি (WBPSC)--এ আবেদন করার আগে প্রার্থীর শিক্ষার যোগ্যতা, বয়স, আবেদন দিনক্ষণের ব্যাপারে সব তথ্য ওয়েবসাইটে রয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভাল করে সে সব তথ্য দেখে নেওয়ার জন্য।
সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।
প্রোফেসর পদে চাকরির জন্য এখানে ক্লিক করুন।