West Bengal HS Examination 2023: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষা নির্বিঘ্নে মেটাতে ত্রুটি না-রাখার চেষ্টা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Uccha Madhyamik Pariksha 2023)। এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে গিয়ে যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন না হয় ছাত্র-ছাত্রীরা, তার জন্য আগেই একগুচ্ছ নিয়মের নির্দেশিকা জারি করেছে সংসদ।
আজ থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Examination 2023) চলবে ২৭ মার্চ পর্যন্ত। সাংবাদিক বৈঠকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'এবছর ফলপ্রকাশ অনেকটাই তাড়াতাড়ি করা হবে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়।'সংসদের বক্তব্য, উচ্চ মাধ্যমিকের পর বহু ছাত্রছাত্রীই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বসে। তাই দ্রুত রেজাল্ট বেরোলে তাদের সুবিধা হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিক কী কী বিষয়ে খেয়াল রাখতেই হবে পড়ুয়াদের--
প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে আজ অর্থাত্ প্রথম দিন। এরপর থেকে আধ ঘণ্টা আগে প্রবেশ করলেও হবে। প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল-এ সই করতে হবে পরীক্ষার্থীদের। পেন, পেনসিল, রবার অন্য পরীক্ষার্থীদের থেকে নেওয়া যাবে না।
আরও একবার দেখে নেওয়া যাক এ বছর উচ্চ মাধ্যমিকে (West Bengal HS Examination Routine 2023) কবে কী পরীক্ষা--
১৪ মার্চ- বাংলা(এ), ইংরেজি(এ), হিন্দি(এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবি
১৬ মার্চ- বাংলা (বি), ইংরেজি(বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ
১৭ মার্চ- ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)
18 মার্চ- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স
২০ মার্চ- অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রানমি, ইতিহাস
২১ মার্চ- কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন
২২ মার্চ- কমার্শিয়াল ল, ফিলোলজি, সোশিওলজি
২৩ মার্চ- পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
২৪ মার্চ- অর্থনীতি
২৫ মার্চ- রসায়ন, জার্নালিসম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ
২৭ মার্চ- স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
মোবাইল রুখতে বিশেষ ব্যবস্থা পরীক্ষাকেন্দ্রে
এবারের উচ্চ মাধ্যমিকে নকল রুখতে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রকে ইতিমধ্যেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে সংসদ। সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ওই সব কেন্দ্রগুলিতে থাকছে মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা। এ ছাড়াও থাকছে রেডিয়ো ফ্রিকোয়েন্সি টেস্ট ডিভাইস। যার মাধ্যমে যদি কেউ কোনও ভাবে মেটাল ডিটেক্টরকে ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ে, তা হলে ওই যন্ত্রে ধরা পড়ে যাবে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে মোবাইল ফোন থাকলেই যন্ত্রে সিগন্যাল দেবে। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য।