মাধ্যমিকের খাতা চেক করার সময়েও তাঁরা শিক্ষক ছিলেন। তবে ফল বের হওয়ার সময়ে তাঁদের নামের পাশে 'বাতিলে'র তকমা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারান রাজ্যের প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক। এঁদের মধ্যে অনেকেই ২০২৪ সালের মাধ্যমিকের(Madhyamik 2024) খাতা দেখেছিলেন। দিয়েছিলেন নম্বর। কিন্তু ফল বের হওয়ার আগেই তাঁদের চাকরি চলে গেল। এদিন মাধ্যমিকের ফল ঘোষণার সময়েও পর্ষদ সভাপতির মুখে উঠে এল সেই প্রসঙ্গ। এক সাংবাদিক প্রশ্ন করেন, 'সম্প্রতি চাকরি বাতিল হওয়া ২৬,০০০ শিক্ষকের মধ্যে কতজন মাধ্যমিকের খাতা দেখেছিলেন?' এর উত্তরে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যা বললেন।