বৃহস্পতিবার প্রকাশিত হল জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বৈঠক করে ঘোষণা করা হল প্রথম ১০ জনের নাম। এবার জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এক্সপেরিমেন্টাল হাইস্কুলের শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছেন কৃষ্ণনগরের বিবস্বান বিশ্বাস। চতুর্থ হয়েছেন দার্জিলিং পাবলিক স্কুলের ইরাদ্রি বাসু খান্দ। পঞ্চম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ময়ুখ চৌধুরী। ষষ্ট হয়েছেন হুগলীর রিপন গাঙ্গুলি। সপ্তম হয়েছেন আলিপুর দুয়ারের অভীক দাস। অষ্টম হয়েছেন অথর্ব সিংহানিয়া। নবম হয়েছেন স্কটিশচার্চ কলেজের শৌনক কর। দশম হয়েছেন নরেন্দ্রপুরের বিজিত।