Advertisement

Abhishek Banerjee: 'BJP-র ১০ জন তৃণমূলে যোগ দিতে লাইন দিয়ে আছে,' বিস্ফোরক দাবি অভিষেকের

'বিজেপির ১০ জন তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য লাইন দিয়ে আছে,' দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আবহে বুধবার মুর্শিদাবাদে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 24 Apr 2024,
  • अपडेटेड 6:52 PM IST
  • 'বিজেপির ১০ জন তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য লাইন দিয়ে আছে,' দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • লোকসভা নির্বাচনের আবহে বুধবার মুর্শিদাবাদে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। 
  • তিনি দাবি করেন, 'বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব।'

'বিজেপির ১০ জন তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য লাইন দিয়ে আছে,' দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আবহে বুধবার মুর্শিদাবাদে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। 

তিনি দাবি করেন, 'বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব।'

এদিনের সভায় তৃণমূল থেকে তাপস রায়ের বিজেপিতে যোগদানের বিষয়ে উল্লেখ করতে গিয়েই একথা বলেন অভিষেক। তাপস রায়কে ইডি-র ভয় দেখিয়ে বিজেপি-তে যোগ দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। অভিষেক বলেন, 'ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে জোর করে বিজেপিতে নিয়ে গিয়েছে। আসলে প্রার্থী নেই তো। তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে।'

অভিষেক দাবি করেন, এর পাল্টা, মাত্র ২ দিনের মধ্যেই তিনিও বিজেপি থেকে বিধায়কদের ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছেন। তিনি বলেন, 'আমিও সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ওদের একজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে এনেছি।'

এরপরেই অভিষেক বলেন, 'বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব।'

অভিষেকের এই দাবিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ১০ জন কারা? এই নিয়ে অবশ্য কিছু খোলসা করেননি অভিষেক। ১০ জন বিজেপি বিধায়কদের নাম উল্লেখ করেননি তিনি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement