Advertisement

Abhishek Banerjee: কিছু লোকের দুর্নীতির জন্য ২৫ হাজারের চাকরি গেল: অভিষেক

১০০ দিনের টাকা বন্ধের সঙ্গে ২৫,০০০ লোকের চাকরি যাওয়ার তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের দুবরাজপুরের জনসভায় তিনি দাবি করেন, 'তর্কের খাতিরে' হয় তো কিছু সংখ্যক লোক অন্যায় করেছে। কিন্তু তার জন্যই অধিকাংশ 'মেধাযুক্ত' শিক্ষকদের চাকরি গিয়েছে।

বীরভূমের দুবরাজপুরের জনসভায় অভিষেক
Aajtak Bangla
  • দুবরাজপুর,
  • 27 Apr 2024,
  • अपडेटेड 9:50 PM IST
  • ১০০ দিনের টাকা বন্ধের সঙ্গে ২৫,০০০ লোকের চাকরি যাওয়ার তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
  • বীরভূমের দুবরাজপুরের জনসভায় তিনি দাবি করেন, 'তর্কের খাতিরে' হয় তো কিছু সংখ্যক লোক অন্যায় করেছে।
  • কিন্তু তার জন্যই অধিকাংশ 'মেধাযুক্ত' শিক্ষকদের চাকরি গিয়েছে।

১০০ দিনের টাকা বন্ধের সঙ্গে ২৫,০০০ লোকের চাকরি যাওয়ার তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের দুবরাজপুরের জনসভায় তিনি দাবি করেন, 'তর্কের খাতিরে' হয় তো কিছু সংখ্যক লোক অন্যায় করেছে। কিন্তু তার জন্যই অধিকাংশ 'মেধাযুক্ত' শিক্ষকদের চাকরি গিয়েছে।

এদিন অভিষেত বলেন, 'আমি আপনাদের বলছি, একাংশের সংবাদমাধ্যম আর বিচারপতি। এখন তো দেখে নিয়েছি। যারা বসে চাকরিপ্রার্থীদের রায় দিয়েছে, তারা আজ বিজেপির প্রার্থী। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না।'

এরপর নাম না করে অভিষেক বলেন, 'বলেছিল বোম ফাটাব, বিজেপির নেতা। কী বোম ফাটল? ২৫ হাজার যোগ্য লোকেদের চাকরি চলে গেল।'

এরপরেই অভিষেক ১০০ দিনের কাজের সঙ্গে এর তুলনা করেন। তিনি বলেন, 'আমি ধরে নিলাম তর্কের খাতিরে, কিছু লোক অন্যায় করেছে, কিছু লোক দুর্নীতি করেছে। ১০০ দিনে যেভাবে ৫০০ লোক দুর্নীতি করেছে বলে ৫০ লোকের টাকা বন্ধ করে দিয়েছে। একইভাবে ২৫ হাজার লোকেদের, এর মধ্যে অধিকাংশ লোকের, ৮০-৯০% প্রায় মেধাযুক্ত।'

অভিষেক দাবি করেন, 'একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন, আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে। একদিকে আমরা টাকা দিচ্ছি, অন্যদিকে মোদীজি টাকা নিয়ে চলে যাচ্ছে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement