Advertisement

Rekha Patra: 'গরিব বোনকে...' ভোট চেয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা সন্দেশখালির রেখার

ভোটের ময়দানে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। অসুস্থতা কাটিয়ে ফের ভোট চেয়ে বার্তা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বললেন, 'গরিব বোনকে ভোট দিয়ে জেতান।গরিব বোনকে ভোট দিলে চুরি করে খাবে না।' প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। 

বিজেপি প্রার্থী রেখা পাত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2024,
  • अपडेटेड 3:49 PM IST
  • ভোটের ময়দানে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র।
  • অসুস্থতা কাটিয়ে ফের ভোট চেয়ে বার্তা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী।
  • বললেন, 'গরিব বোনকে ভোট দিয়ে জেতান।'

ভোটের ময়দানে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। অসুস্থতা কাটিয়ে ফের ভোট চেয়ে বার্তা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বললেন, 'গরিব বোনকে ভোট দিয়ে জেতান।গরিব বোনকে ভোট দিলে চুরি করে খাবে না।' প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। 

আর কী বললেন রেখা?
 বৃহস্পতিবার সন্দেশখালির প্রতিবাদী বলেন, 'গরিব বোনকে ভোট দিয়ে জেতান।গরিব বোনকে ভোট দিলে চুরি করে খাবে না।কারণ গরিব বোনটা জানে অন্নের কী দাম। সবাই আমার পরিবার। যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁরা ভোট দিয়ে নিজের অধিকার ছিনিয়ে নিন। মানুষ কীভাবে খাটে, তা জানা আছে।' যাঁরা কাজের জন্য ভিনরাজ্যে গিয়েছেন, তাঁরা যাতে ভোট দিতে আসেন, সেই ব্যাপারেও আহ্বান জানিয়েছেন রেখা। 'তৃণমূলের গুন্ডাবাহিনী' কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা থেকে সন্দেশখালির মানুষদের বঞ্চিত করেছে বলেও সরব হন রেখা। 

কিছু দিন আগে, রেখাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথোপকথনের রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। রেখাকে প্রধানমন্ত্রী ফোনে বলেন, 'আপনার যা আত্মবিশ্বাস রয়েছে, তাতে নিশ্চয়ই আপনি দিল্লি পৌঁছবেন ভোটে জিতে। সন্দেশখালিতে এত বড় লড়াই লড়লেন। আপনি শক্তি স্বরূপা। এতগুলো লোককে জেলে পাঠালেন। কোনও ধারণা রয়েছে, কত বড় সাহসের কাজ করেছেন?' ফোনে প্রধানমন্ত্রী আরও বলেন, 'শুধু বসিরহাট নয়, পুরো বাংলার মা-বোনেদের সম্মানের জন্য লড়ব। আপনি পরিশ্রম করে সংসার চালান। সবরকম ভাবে পাশে থাকব। রেখাজি খুব ভাল লাগল কথা বলে। আপনার উৎসাহ দেখে ভাল লাগছে। বাংলা শক্তিপুজোর ভূমি, দুর্গাপুজোর ভূমি। যেভাবে কষ্ট করে কাজ করছেন, খুব বড় ব্যাপার। সন্দেশখালির ঘটনাকে দেশের মধ্যে তুলে ধরা ছোট ব্যাপার নয়। নারীশক্তি বিশেষ রূপে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের আশীর্বাদ দেবে। তৃণমূল সরকার আছে, মানুষ বিরক্ত। কীভাবে তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত, কেন্দ্রের প্রকল্পের নাম কীভাবে বদলাচ্ছে, তা বলুন সকলকে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement