Advertisement

Locket Chatterjee vs Rachna Banerjee: 'হুগলির মানুষ বোকা নয়, দিদি নং ১-এ যেতে চায় না', রচনাকে কটাক্ষ লকেটের

ভোটে জিতলে হুগলির দিদিদের সবার আগে 'দিদি নং ১'-এ ডাকবেন বলে ভোটপ্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার সেই মন্তব্যের পাল্টা তোপ দাগলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী তথা বন্ধু লকেট চট্টোপাধ্যায়। দোলের দিন ভোটপ্রচারে বেরিয়ে একদা সহকর্মী রচনাকে পাল্টা আক্রমণ শানালেন হুগলির বিজেপি প্রার্থী। বললেন, 'মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, দিদি নং ১ যেতে চায় না।'

রচনাকে কটাক্ষ করলেন লকেট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2024,
  • अपडेटेड 3:35 PM IST
  • রচনাকে কটাক্ষ লকেটের।
  • হুগলিতে ভোটপ্রচার লকেটের।
  • পুরোদমে প্রচার সারছেন রচনাও।

ভোটে জিতলে হুগলির দিদিদের সবার আগে 'দিদি নং ১'-এ ডাকবেন বলে ভোটপ্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার সেই মন্তব্যের পাল্টা তোপ দাগলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী তথা বন্ধু লকেট চট্টোপাধ্যায়। দোলের দিন ভোটপ্রচারে বেরিয়ে একদা সহকর্মী রচনাকে পাল্টা আক্রমণ শানালেন হুগলির বিজেপি প্রার্থী। বললেন, 'মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, দিদি নং ১ যেতে চায় না।'


রচনাকে পাল্টা তোপ লকেটের

দোলের দিন সোমবার হুগলিতে ভোটপ্রচার করতে দেখা যায় লকেটকে। সেই সময়ই সংবাদমাধ্যমে রচনার মন্তব্যের প্রেক্ষিতে লকেট বলেন, 'মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, শিল্প চায়, দিদি নং ১ যেতে চায় না। টিভিতে মুখ দেখিয়ে কী হবে! মানুষ দুর্নীতি চায় না।' এরপরই বন্ধু রচনাকে লকেটের তোপ, 'এরকম প্রার্থী কেন করল, যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই।' তাঁর সংযোজন, 'হুগলির মানুষ শিক্ষিত। বোকা নয়। কোনটা রাজনীতি, কোনটা অভিনয় হুগলির মানুষ বিচার করবে।'


বস্তুত, এই প্রথমবার ভোটের ময়দানে শামিল হয়েছেন একদা বাংলা ছবির সুপারহিট নায়িকা রচনা। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নং ১'-এর জনপ্রিয় সঞ্চালক রচনা। এই শোয়ের হাত ধরে ঘরে ঘরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। কিছুদিন আগে তাঁর এই শোয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় রচনাকে এবার হুগলি থেকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। জোরকদমো প্রচার সারছেন রচনা। রবিবার হুগলিতে প্রচারের মধ্যেই রচনাকে বলতে শোনা যায়, যদি তিনি জয়ী হন, তা হলে সবার আগে হুগলির দিদিদের 'দিদি নং ১'-এ ডাকবেন। রচনার এহেন প্রতিশ্রুতি নিয়ে এবার সরব হলেন লকেট। 

এর আগে প্রচারে বেরিয়ে রচনাকে বলতে শোনা গিয়েছে, 'রাতে আমায় টিভিতে দেখবেন, সকালে সামনে থেকে দেখবেন।' আবার হুগলিতে কারখানা রয়েছে বলে রচনার 'ধোঁয়া ধোঁয়া' মন্তব্যও ভাইরাল হয়ে গিয়েছে। রচনাকে দেখতে ভিড়ও হচ্ছে। অন্য দিকে, সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন লকেট। 

Advertisement

রচনা প্রসঙ্গে bangla.aajtak.in-এ লকেট বলেছিলেন,  'বিজেপি এতদিন ধরে কাজ করে আসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। টিভি, সিরিয়াল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সন্দেশখালি ভুলিয়ে দিতে। লাইট, ক্যামেরা, অ্যাকশন দিয়ে ভুলিয়ে দিতে চাইছেন। মানুষ বোকা নয়। সকলে দেখছেন। মহিলাদের উপর কী কী জিনিস চলছে সবাই দেখছেন, মানুষ বিচার করবে।' এরপরেই আত্মবিশ্বারের সুরে লকেট বলেছিলেন, 'হুগলির লোকসভা কেন্দ্র ২০১৯-এ বিজেপির ছিল। ২০২৪ সালেও বিজেপির থাকবে।' রচনাকে প্রতিপক্ষ হিসাবে পেয়ে লকেট বলেছিলেন, 'রাজনৈতিক ক্ষেত্রে অনেক আগে এসেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। নানা লড়াইয়ের টানাপড়েনের মধ্যে দিয়ে গিয়েছি। সিনেমা-সিরিয়াল ছেড়ে দিয়ে এসেছি মানুষের কাজের জন্য। উনি যে কাজটা করেন, আমি একসময় ওই কাজটা করতাম। ওঁকে সম্মান জানাই। মানুষ বিচার করবে। সন্দেশখালির ঘটনা ভুলে যাবে না। যাঁরা সত্যিকারের মানুষের সেবার জন্য রয়েছেন,তাঁদের মানুষ বেছে নেবেন।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement