Advertisement

Sisir Adhikari Exclusive: শিশির লোকসভায় দাঁড়াচ্ছেন ? কোন দলে? জানালেন bangla.aajtak.in-কে

২০২৪ সালের লোকসভা ভোটে কি ফের লড়বেন দুঁদে রাজনীতিক শিশির? আর ভোটে লড়লেও কোন দলের হয়ে লড়বেন বর্ষীয়ান সাংসদ? এই নিয়ে bangla.aajtak.in-এ মুখ খুললেন স্বয়ং শিশির। তৃণমূলকে আক্রমণ করে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দিলেন কাঁথির সাংসদ। 

তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে ঘিরে জল্পনা।
সৌরদীপ সামন্ত
  • কলকাতা,
  • 09 Feb 2024,
  • अपडेटेड 3:45 PM IST
  • লোকসভা ভোটে কি ফের লড়বেন দুঁদে রাজনীতিক শিশির?
  • ভোটে লড়লেও কোন দলের হয়ে লড়বেন বর্ষীয়ান সাংসদ?
  • তৃণমূলকে আক্রমণ করে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দিলেন কাঁথির সাংসদ। 

লোকসভা নির্বাচনে কাঁথির অধিকারী পরিবারে এ বার কী হবে? পুত্র শুভেন্দু অধিকারীর পথেই কি হাঁটবেন কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারী? কী করবেন শুভেন্দু-ভ্রাতা তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী? এই নিয়ে কম আলোচনা হয়নি রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর তৃণমূলত্যাগের পর থেকেই বাংলার শাসকদলের সঙ্গে দূরত্ব রচনা হয়েছে শিশির-দিব্যেন্দুদের। তৃণমূলের নেতারাও শিশিরকে আক্রমণ করেছেন। এই আবহে ২০২৪ সালের লোকসভা ভোটে কি ফের লড়বেন দুঁদে রাজনীতিক শিশির? ভোটে লড়লেও কোন দলের হয়ে লড়বেন বর্ষীয়ান সাংসদ? এই নিয়ে bangla.aajtak.in-এ মুখ খুললেন স্বয়ং শিশির। তৃণমূলকে আক্রমণ করে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দিলেন কাঁথির সাংসদ। 

ঠিক কী বললেন শিশির?

লোকসভা নির্বাচনের লড়াইয়ে ফের কি দেখা যাবে শিশিরকে? bangla.aajtak.in-এ এই প্রসঙ্গে প্রবীণ সাংসদের জবাব, 'আমার ইচ্ছা-অনিচ্ছার কী আছে। ছেলেরা যা করবে, সেটাই হবে।' একইসঙ্গে তাঁর সংযোজন, 'আমায় নমিনেশন দিলে লড়ব। কেন লড়ব না।'

 তৃণমূলের হয়ে ফের লড়বেন? শিশিরের জবাব, 'তৃণমূলের কোনও অস্তিত্ব আছে নাকি!' ভোটে লড়লে কোন দলের হয়ে লড়বেন তিনি? এ বার কৌশলে সাংসদ বললেন, 'নিশ্চয়ই যখন দাঁড়াব, তখন দেখবেন। যদি দাঁড়াই তখন দেখবেন। এখন বলার কিছু নেই। এখন এই নিয়ে মন্তব্য করছি না।'

দীর্ঘদিনের রাজনীতিক শিশির। ২০০৯ সাল থেকে কাঁথির তৃণমূল সাংসদ তিনি। মনমোহন সরকারের আমলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে শিশিরের তাল কাটে। সে বছর রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতার তৃণমূলত্যাগের পর থেকেই বাংলা রাজনীতিতে কাঁথির শান্তিকুঞ্জের (অধিকারীদের বাড়ি) সঙ্গে ঘাসফুল শিবিরের দূরত্ব রচনা হয়েছে। তৃণমূল বনাম শিশির বাগযুদ্ধে সরগরম থেকেছে রাজ্য রাজনীতি। তবে শুভেন্দু বিজেপিতে যোগ দিলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেননি শিশির এবং দিব্যেন্দু। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় দেখা গিয়েছিল শিশিরকে। তারপর থেকে শিশিরকে নিয়ে জল্পনা দানা বাঁধলেও এখনও বিজেপিতে যোগ দেননি তিনি। এমনকী, এই নিয়ে নীরবতা বজায় রেখেছেন দিব্যেন্দুও। নানা সময়ে তৃণমূলের নানা কর্মকাণ্ড নিয়ে সরব হতে দেখা গিয়েছে পিতা-পুত্রকে। যা ঘিরে তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চলেছে। শিশির এবং দিব্যেন্দুর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন করেছে তৃণমূলের সংসদীয় দল। শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এ হেন পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে শিশিরদের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। গত মাসেই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন শিশির এবং দিব্যেন্দু। তবে সেই সাক্ষাৎ 'সৌজন্যমূলক' বলে জানিয়েছিলেন তাঁরা। এমন প্রেক্ষাপটে ২০২৪ সালের নির্বাচনে শিশিরের মতো অভিজ্ঞ রাজনীতিক কী করবেন, তা নিয়ে আলোচনা চলছে। আর তা নিয়েই নিজের অবস্থান জানালেন প্রবীণ সাংসদ। 

Advertisement

কী বলেছেন দিব্যেন্দু?

গত মাসে ভোটে লড়া প্রসঙ্গে bangla.aajtak.in-এ দিব্যেন্দু বলেছিলেন, 'দাঁড়াচ্ছি না, দাঁড়াচ্ছি আমি কী করে বলব। মানুষ চাইলে দাঁড়াব। ৫ বছর ধরেই মানুষের কাজ করছি। যাঁরা মানুষের কাজ করেন, তাঁদের নতুন করে ভোটের প্রস্তুতি নিতে হয় না।' ভোটে লড়লে কোন প্রতীকে লড়বেন? এই প্রশ্নের জবাব এড়িয়ে দিব্যেন্দু বলেছিলেন, 'লোকসভা এখনও শেষ হয়নি। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। এখনও দেরি রয়েছে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement